কল্যাণী, 7 মার্চ : কল্যাণীতে বিজেপি নেতাকে গুলি ৷ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ৷
আরও পড়ুন : 350 বাসে জঙ্গলমহল থেকে ব্রিগেডমুখী 50 হাজার মানুষ, দাবি বিজেপির
আক্রান্ত ব্যক্তির নাম সঞ্জয় দাস ৷ কল্যাণী থানার হরিণঘাটা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের 184 নম্বর বুথের বিজেপি সভাপতি ৷ দীর্ঘদিন ধরেই এলাকায় সক্রিয় বিজেপি নেতা হিসেবে পরিচিত ৷ রাজনৈতিক কারণেই তিনি ও তাঁর অনুগামীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের অশান্তি চলছিল । অভিযোগ, গতরাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ৷ পরে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় ৷ গুলির আওয়াজে স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।
এই মুহূর্তে ওই বিজেপি নেতা আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এলাকার বিজেপি কর্মীরা যাতে ব্রিগেডে না যেতে পারেন তাই পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটানো হয়েছে তৃণমূলের তরফে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ বক্তব্য, বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণেই এই ঘটনায় । এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷
আরও পড়ুন : নন্দীগ্রামের লড়াই কি শুধুই মমতা বনাম শুভেন্দু ?
ঘটনায় ইতিমধ্যেই বিজেপির তরফে কল্যাণী থানা এবং নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে । কে বা কারা জড়িত, তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ ।