ETV Bharat / state

বিরোধীদের খুঁজে পাচ্ছেন না শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার - shantipur bjp candidate campaign

সোমবার নিজের বিধানসভা এলাকায় ডঙ্কা বাজিয়ে প্রচার করলেন শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ৷ বিরোধীদের তীব্র আক্রমণ করলেন তিনি ৷ বললেন, খুঁজেই পাওয়া যাচ্ছে না বিরোধীদের ৷ তিনি যে বিপুল ভোটে জয়লাভ করবেন তা নিয়ে একদম নিশ্চিত বিজেপি প্রার্থী ৷

শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ৷
শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ৷
author img

By

Published : Apr 5, 2021, 5:58 PM IST


শান্তিপুর, 5 এপ্রিল: "প্রচারে বেরিয়ে বিরোধীদের খুঁজেই পাওয়া যাচ্ছে না, যেভাবে হাজার হাজার মানুষের জয় শ্রীরাম ধ্বনি পাচ্ছি, তাতে বিপুল ভোটে জয়লাভ করব এটা নিশ্চিত ।" প্রচারে বেরিয়ে এভাবেই বিরোধীদের আক্রমণ করলেন শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ৷ সোমবার ডঙ্কা বাজিয়ে নিজের বিধানসভা এলাকায় প্রচার করেন তিনি ৷

সোমবার শান্তিপুরে প্রচার করলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ৷

দীর্ঘ জল্পনার পর রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে শান্তিপুর বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় । তারপর থেকেই শান্তিপুর বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচারে নেমে পড়েন তিনি । এদিন শান্তিপুর বিধানসভার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান জগন্নাথ সরকার । সেখানকার কিছু এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন । এদিন ডঙ্কা বাজিয়ে মতুয়াদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করেন তিনি । সকাল থেকেই তাঁর প্রচারে বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।

জগন্নাথ সরকার এদিন সংবাদমাধ্যমকে বলেন, "হাজার হাজার মানুষের যেভাবে জয় শ্রীরাম ধ্বনি শুনতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে যে, আমার জয় একদম নিশ্চিত ।" পাশাপাশি বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, "এতদিন প্রচার করছি কখনও কোনও বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী কিংবা কর্মী-সমর্থকদের একবারও দেখতে পারলাম না ।"


শান্তিপুর, 5 এপ্রিল: "প্রচারে বেরিয়ে বিরোধীদের খুঁজেই পাওয়া যাচ্ছে না, যেভাবে হাজার হাজার মানুষের জয় শ্রীরাম ধ্বনি পাচ্ছি, তাতে বিপুল ভোটে জয়লাভ করব এটা নিশ্চিত ।" প্রচারে বেরিয়ে এভাবেই বিরোধীদের আক্রমণ করলেন শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ৷ সোমবার ডঙ্কা বাজিয়ে নিজের বিধানসভা এলাকায় প্রচার করেন তিনি ৷

সোমবার শান্তিপুরে প্রচার করলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ৷

দীর্ঘ জল্পনার পর রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে শান্তিপুর বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় । তারপর থেকেই শান্তিপুর বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচারে নেমে পড়েন তিনি । এদিন শান্তিপুর বিধানসভার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান জগন্নাথ সরকার । সেখানকার কিছু এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন । এদিন ডঙ্কা বাজিয়ে মতুয়াদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করেন তিনি । সকাল থেকেই তাঁর প্রচারে বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।

জগন্নাথ সরকার এদিন সংবাদমাধ্যমকে বলেন, "হাজার হাজার মানুষের যেভাবে জয় শ্রীরাম ধ্বনি শুনতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে যে, আমার জয় একদম নিশ্চিত ।" পাশাপাশি বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, "এতদিন প্রচার করছি কখনও কোনও বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী কিংবা কর্মী-সমর্থকদের একবারও দেখতে পারলাম না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.