শান্তিপুর, 6 জুন : আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি ঘোষিত টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে ৷ সেকারণে, গতকাল শাসক দলের প্রধান ও উপপ্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয়রা । নদিয়ার শান্তিপুর থানার বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ৷
জানা গেছে, আমফান ঝড়ে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে । সেইমতো প্রত্যেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে । অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চায়েত সদস্যরা তার পরিবার ও আত্মীয়দের মধ্যে ওই টাকা ভাগ করে নিয়েছে । মূলত, সেই অভিযোগ তুলেই বিক্ষুব্ধ গ্রামবাসীরা উপপ্রধান ও প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় ।
স্থানীয়দের দাবি, ওই টাকা চুরি করেছে উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্যরা । যতক্ষণ না গরিব মানুষের টাকা সকলের মধ্যে বিলি করা হচ্ছে ৷ ততক্ষণ এই বিক্ষোভ চলবে । এরপর বিক্ষোভকারীদের অভিযোগ স্বীকার করে নিয়েছে শাসক দলের প্রধান ও উপপ্রধান । উপপ্রধান বলেন, যে টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে তা সকল গরিব মানুষের মধ্যে বিলি করে দেওয়া হবে ।