নদিয়া, 18 সেপ্টেম্বর : রাতের অন্ধকারে একাধিক চাষির কয়েক লাখ টাকার সবজি কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ নদিয়ার শান্তিপুরে । পুলিশের দ্বারস্থ অসহায় চাষিরা ।
নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাগআঁচড়া গ্রাম-পঞ্চায়েতের লক্ষ্মীকান্তপুর গ্রামে রয়েছে কয়েকশো চাষি পরিবার । মূলত সারা বছর চাষ করেই তাঁরা সংসার চালান । রাতের অন্ধকারে তাঁদের জমির ফসল কেটে ফেলার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে । আজ সকালে চাষিরা জমিতে গিয়ে দেখেন কলা গাছ এবং পেঁপে গাছ কেটে দিয়েছে দুষ্কৃতীরা । শুধু কলা গাছ বা পেঁপে গাছ নয় বেগুন, পটল এবং কুমড়োসহ একাধিক সবজি নষ্ট করেছে তারা । তবে দুষ্কৃতীরা কেন এমন কাজ করল তা বুঝে উঠতে পারছেন না চাষিরা ।
নিরুপায় হয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন চাষিরা । চাষিদের দাবি, প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার সবজি নষ্ট হয়েছে । চাষিদের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।