নবদ্বীপ, 16 ফেব্রুয়ারি : ফের একবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর বেসরকারি হাসপাতালে । ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপের পোড়ামাতলার পার্শ্ববর্তী, রামসীতা পাড়া এলাকার এক বেসরকারি হাসপাতালে । শহরের জনবহুল এলাকায় এই বেসরকারি হাসপাতাল অবস্থিত ।
নবদ্বীপের আনন্দবাস এলাকার বাসিন্দা বালিকা বিবি । বছর ২৮-এর এই গৃহবধূ গত পরশু নবদ্বীপের রামসীতা পারার ওই বেসরকারি হাসপাতালে ভরতি হন । বালিকা বিবি লাইগ্রেজেশনের জন্যই ভরতি হন । গতকাল সকাল 12 টা নাগাদ তাঁর অপারেশন করা হয় । অপারেশনের কিছু পরই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয় । আজ সকাল আটটা নাগাদ বাড়িতেই মৃত্যু হয় বালিকা বিবির।
আরও পড়ুন : ইংরেজবাজারের বিধায়কের বাড়িতে হামলা
ঘটনার পর বাড়ির লোক সেই হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চাইলে, হাসপাতাল কর্তৃপক্ষ দেখা করতে অস্বীকার করে বলে অভিযোগ । সেই সময় উত্তপ্ত হয়ে উঠে হাসপাতাল চত্বর । রোগীর পরিবারের লোক ভাঙচুর চালাতে শুরু করে । অপারেশন বিভাগ থেকে শুরু করে হাসপাতাল চত্বর ভাঙচুর চলতে থাকে । নবদ্বীপ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।