রানাঘাট, 13 মার্চ : বিচারাধীন জেলবন্দীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য নদিয়ার রানাঘাট সংশোধনাগারে । শনিবার ওই বন্দী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ।
নদিয়ার হাঁসখালি পিপুলবেড়িয়ার বাসিন্দা রাজু বিশ্বাস । গত বছর অক্টোবর মাসের 14 তারিখে হাঁসখালী থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় । ওই এলাকার এক মহিলা তার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করে । এরপর পুলিশ রাজু বিশ্বাসকে গ্রেফতার করে আদালতে পেশ করে । অভিযুক্তের তরফে জামিনের আবেদন করা হলেও আদালত জামিন মঞ্জুর করেনি ৷ তাকে জেল হেফাজতে রাখার সিদ্ধান্ত হয় । এরপর থেকেই রাজু বিশ্বাস জেল হেফাজতে রয়েছে ৷ পাশাপাশি তার বিচার প্রক্রিয়াও চলছে । এর মধ্যে শনিবার বন্দী রাজু বিশ্বাস গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে ৷ অনুমান করা হচ্ছে, তিনি মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটিয়েছেন । যদিও পরিবারের লোকেরা তা মানতে রাজি নয় ৷ তারা জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ৷
আরও পড়ুন: ইটভাটায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু শ্রমিকের
তবে, এই বিষয়ে এখনও অবধি জেল কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি ৷ তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃত বন্দী রাজু বিশ্বাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।