ETV Bharat / state

শান্তিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী কিশোর - unnatural death in shantipur

কিশোরের গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার বাড়ি থেকে । তদন্তে পুলিশ ।

school student unnatural death in nadia
school student unnatural death in nadia
author img

By

Published : Jul 7, 2020, 5:49 PM IST

শান্তিপুর, 7 জুলাই : কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । মঙ্গলবার শান্তিপুর থানার এম কে মৈত্র রোড এলাকার সিদ্ধেশ্বরী তলার ঘটনা । মৃতের নাম শিবম রায় । বয়স 19 । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত 8 টা নাগাদ বন্ধু-বান্ধবের সঙ্গে শিবম পিকনিক করতে যায় । রাতে সাময়িক বৃষ্টি হওয়ায় ফিরতে দেরি হয়ে যায় । বাড়ি ফিরলে বাবা জিজ্ঞাসাবাদ করলে উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যায় কিশোর । আজ ভোর সাড়ে চারটে নাগাদ ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পরিবার । এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।

খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ আসে । কিশোরের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । শিভম সুব্রত রায়ের একমাত্র সন্তান । দ্বাদশ শ্রেণির ছাত্র । তার আত্মঘাতীর ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।

শান্তিপুর, 7 জুলাই : কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । মঙ্গলবার শান্তিপুর থানার এম কে মৈত্র রোড এলাকার সিদ্ধেশ্বরী তলার ঘটনা । মৃতের নাম শিবম রায় । বয়স 19 । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত 8 টা নাগাদ বন্ধু-বান্ধবের সঙ্গে শিবম পিকনিক করতে যায় । রাতে সাময়িক বৃষ্টি হওয়ায় ফিরতে দেরি হয়ে যায় । বাড়ি ফিরলে বাবা জিজ্ঞাসাবাদ করলে উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যায় কিশোর । আজ ভোর সাড়ে চারটে নাগাদ ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পরিবার । এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।

খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ আসে । কিশোরের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । শিভম সুব্রত রায়ের একমাত্র সন্তান । দ্বাদশ শ্রেণির ছাত্র । তার আত্মঘাতীর ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.