ETV Bharat / state

Case against Surjya Kanta : উজ্জ্বলের দুর্নীতি নিয়ে টুইট, সূর্যকান্তর বিরুদ্ধে মামলা দায়ের কারামন্ত্রীর - Ujjwal Biswas filed Case against Surjya Kanta Mishra

কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ছবি পোস্ট করে দুর্নীতির অভিযোগে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সূর্যকান্ত মিশ্র ৷ এরপরেই সিপিআইএম নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন রাজ্যের কারামন্ত্রী (Ujjwal Biswas filed Case against Surjya Kanta Mishra) ।

Surjya Kanta Mishra News
সূর্যকান্ত মিশ্রর বিরুদ্ধে মামলা দায়ের করামন্ত্রী উজ্বল বিশ্বাসের
author img

By

Published : Jun 27, 2022, 9:16 PM IST

নদিয়া, 27 জুন : কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ছবি পোস্ট করেছিলেন সূর্যকান্ত মিশ্র ৷ সেই পোস্ট কারামন্ত্রীর ছবি দিয়ে তাঁর সম্পত্তির যাবতীয় হিসাব দেওয়া হয় ৷ তারপরেই সিপিআইএম নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন রাজ্যের কারামন্ত্রী (Case against Surjya Kanta Mishra) ।

জানা গিয়েছে, চলতি মাসের 8 তারিখে সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র সোশাল মিডিয়ায় রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ছবি পোস্ট করেন ৷ সেখানে তাঁর সম্পতির উল্লেখ করা ছিল । এই হিসাবে দেখানো হয়েছে কয়েক বছরে সম্পত্তি দ্বিগুণ হয়েছে কারামন্ত্রীর ৷ 4 গুণ সম্পত্তি বাড়িয়েছেন তিনি ৷ সেই সঙ্গেই মন্ত্রী দুর্নীতির সঙ্গে জড়িত বলে উল্লেখ করেন সিপিআইএম নেতা ৷

Surjya Kanta Mishra News
সূর্যকান্ত মিশ্রের করা ওই পোস্ট

তাতে লেখা ছিল 2016 সালে মন্ত্রীর কত সম্পত্তি ছিল, আর 2021 সালে কত হয়েছে । পোস্টে এও লেখা হয়েছিল, পাঁচ বছরে মন্ত্রীর সম্পত্তি বেড়েছে 234 শতাংশ । মাসিক রোজগার প্রায় আট লক্ষ টাকা ৷ উজ্জ্বল বিশ্বাসের ছবির উপর ‘দুর্নীতিবাজ' বলে একটি স্ট্যাম্পও সেঁটে দেওয়া হয়েছিল ।

আরও পডুন : পৈতৃক ভিটেতে বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজ্যের কারামন্ত্রীর

তারপরেই সূর্যকান্ত মিশ্রর বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে একটি মামলা রুজু করেছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । তিনি বলেন, "আমি 3 বারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি ৷ পৌরসভার কাউন্সিলর ছিলাম। রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রিত্ব সামলেছি ৷ কিন্তু কোনওদিন দুর্নীতি করিনি । আমি স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের বংশধর । আমার পরিবার দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে । সূর্যকান্ত মিশ্র আমার বিরুদ্ধে যে পোস্ট করেছেন তাঁর বিরুদ্ধে আমি আদালতে মামলা দায়ের করলাম ।" মন্ত্রীর আইনজীবী রাজা দুবে জানিয়েছেন, ইতিমধ্যেই মন্ত্রীর করা মামলা গ্রহণ করেছে আদালত ।

সূর্যকান্তর বিরুদ্ধে মামলা দায়ের কারামন্ত্রীর

সূর্যকান্ত মিশ্রর মুঠোফোন নেটওয়ার্ক পরিসীমার বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি । আরেক সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "তৃণমূলের নেতা, তাঁর আবার মান । তাঁর আবার মানহানির মামলা । আমাদের পার্টির নেতা বলে নয়, সূর্য মিশ্রকে সবাই চেনেন, জানেন । তিনি নৈতিকতার প্রতীক । কিন্তু তৃণমূলের নেতারা পাচারকারী ।"

নদিয়া, 27 জুন : কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ছবি পোস্ট করেছিলেন সূর্যকান্ত মিশ্র ৷ সেই পোস্ট কারামন্ত্রীর ছবি দিয়ে তাঁর সম্পত্তির যাবতীয় হিসাব দেওয়া হয় ৷ তারপরেই সিপিআইএম নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন রাজ্যের কারামন্ত্রী (Case against Surjya Kanta Mishra) ।

জানা গিয়েছে, চলতি মাসের 8 তারিখে সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র সোশাল মিডিয়ায় রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ছবি পোস্ট করেন ৷ সেখানে তাঁর সম্পতির উল্লেখ করা ছিল । এই হিসাবে দেখানো হয়েছে কয়েক বছরে সম্পত্তি দ্বিগুণ হয়েছে কারামন্ত্রীর ৷ 4 গুণ সম্পত্তি বাড়িয়েছেন তিনি ৷ সেই সঙ্গেই মন্ত্রী দুর্নীতির সঙ্গে জড়িত বলে উল্লেখ করেন সিপিআইএম নেতা ৷

Surjya Kanta Mishra News
সূর্যকান্ত মিশ্রের করা ওই পোস্ট

তাতে লেখা ছিল 2016 সালে মন্ত্রীর কত সম্পত্তি ছিল, আর 2021 সালে কত হয়েছে । পোস্টে এও লেখা হয়েছিল, পাঁচ বছরে মন্ত্রীর সম্পত্তি বেড়েছে 234 শতাংশ । মাসিক রোজগার প্রায় আট লক্ষ টাকা ৷ উজ্জ্বল বিশ্বাসের ছবির উপর ‘দুর্নীতিবাজ' বলে একটি স্ট্যাম্পও সেঁটে দেওয়া হয়েছিল ।

আরও পডুন : পৈতৃক ভিটেতে বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজ্যের কারামন্ত্রীর

তারপরেই সূর্যকান্ত মিশ্রর বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে একটি মামলা রুজু করেছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । তিনি বলেন, "আমি 3 বারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি ৷ পৌরসভার কাউন্সিলর ছিলাম। রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রিত্ব সামলেছি ৷ কিন্তু কোনওদিন দুর্নীতি করিনি । আমি স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের বংশধর । আমার পরিবার দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে । সূর্যকান্ত মিশ্র আমার বিরুদ্ধে যে পোস্ট করেছেন তাঁর বিরুদ্ধে আমি আদালতে মামলা দায়ের করলাম ।" মন্ত্রীর আইনজীবী রাজা দুবে জানিয়েছেন, ইতিমধ্যেই মন্ত্রীর করা মামলা গ্রহণ করেছে আদালত ।

সূর্যকান্তর বিরুদ্ধে মামলা দায়ের কারামন্ত্রীর

সূর্যকান্ত মিশ্রর মুঠোফোন নেটওয়ার্ক পরিসীমার বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি । আরেক সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "তৃণমূলের নেতা, তাঁর আবার মান । তাঁর আবার মানহানির মামলা । আমাদের পার্টির নেতা বলে নয়, সূর্য মিশ্রকে সবাই চেনেন, জানেন । তিনি নৈতিকতার প্রতীক । কিন্তু তৃণমূলের নেতারা পাচারকারী ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.