শান্তিপুর , 4 জুন : ওভারলোড বালির ডাম্পার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের ৷ ঘটনায় জখম দুই বাইক আরোহী ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি ।
ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ফুলিয়া পাড়া 34 নম্বর জাতীয় সড়কে । স্থানীয় সূত্রে খবর, বালি বোঝাই ডাম্পার টি কলকাতার দিকে আসছিল ৷ উল্টো দিক থেকে আসছিল ওই মোটর বাইকটি ৷ তখনই মুখোমুখি সংঘর্ষ ওই ডাম্পার ও বাইকের ৷
আহতদের রাস্তায় পড়ে থাকতে দেখে দৌড়ে আসে স্থানীয়রা ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ৷ অবস্থার অবনতি হলে তাঁদের স্থানান্তর করা হয়েছে কল্যাণী জেএনইউ হাসপাতালে ৷
আরও পড়ুন : স্বাস্থ্যসাথী কার্ডকে উপেক্ষা করেই টাকা দাবি নার্সিংহোমের
শান্তিপুর হাসপাতাল সূত্রে খবর, দুই বাইক আরোহী মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন ৷ যার কারণ এই মর্মান্তিক দুর্ঘটনা ৷
পুলিশ সূত্রে খবর, ডাম্পার টি আটক করা গেলেও চালক পলাতক ৷ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷