ETV Bharat / state

বাসে আগুন, সৌদিতে মৃত নদিয়ার দুই যুবক - death

সৌদি আরবে কাজে গিয়ে মৃত নদিয়ার শান্তিপুরের দুই যুবক ৷ সেখানে উমরা হজ করতে মদিনা থেকে মক্কা যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের ৷

মঙ্গল আহমেদ ও হাকিম আলি
author img

By

Published : Oct 25, 2019, 1:51 PM IST

Updated : Oct 25, 2019, 2:38 PM IST

শান্তিপুর, 25 অক্টোবর : সৌদি আরবে কাজে গিয়েছিলেন নদিয়ার শান্তিপুরের দুই যুবক ৷ সেখানে উমরা হজ করতে মদিনা থেকে মক্কা যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের ৷

মৃত দু'জনের নাম মঙ্গল আহমেদ কারিগর (26) ও হাকিম আলি কারিগর (29) ৷ দু'জনই শান্তিপুর পৌরসভার মালঞ্চ এলাকার বাসিন্দা ৷ 2 বছর আগে সৌদি আরবে শপিং মলে কাজের জন্য যান হাকিম আলি ৷ আট মাস আগে মঙ্গল আহমেদও তাঁর সঙ্গে কাজে যোগ দিতে যান ৷ পরিবারের তরফে জানানো হয়, 16 অক্টোবর তাঁদের সঙ্গে শেষ কথা হয় ৷ তাঁরা ফোনে জানান, হজ করতে যাওয়ার জন্য মদিনা থেকে মক্কা যাওয়ার জন্য বাসে উঠেছেন তাঁরা ৷

দীপাবলিতে বাড়ি ফেরার কথা ছিল তাঁদের ৷ কিন্তু তাঁদের কোনও খোঁজ না পাওয়ায় আরবে তাঁদের বন্ধুর ফোনে খোঁজ করেন বাড়ির লোকজন ৷ তখনই জানতে পারেন, বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের ৷

দেখুন ভিডিয়ো

মদিনা থেকে মক্কা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটিতে আগুন লেগে যায় । আর সেই আগুনেই ভস্মীভূত হয়ে মৃত্যু হয় দু'জনের । দেহ ফেরাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন দুই পরিবার ৷

শান্তিপুর, 25 অক্টোবর : সৌদি আরবে কাজে গিয়েছিলেন নদিয়ার শান্তিপুরের দুই যুবক ৷ সেখানে উমরা হজ করতে মদিনা থেকে মক্কা যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের ৷

মৃত দু'জনের নাম মঙ্গল আহমেদ কারিগর (26) ও হাকিম আলি কারিগর (29) ৷ দু'জনই শান্তিপুর পৌরসভার মালঞ্চ এলাকার বাসিন্দা ৷ 2 বছর আগে সৌদি আরবে শপিং মলে কাজের জন্য যান হাকিম আলি ৷ আট মাস আগে মঙ্গল আহমেদও তাঁর সঙ্গে কাজে যোগ দিতে যান ৷ পরিবারের তরফে জানানো হয়, 16 অক্টোবর তাঁদের সঙ্গে শেষ কথা হয় ৷ তাঁরা ফোনে জানান, হজ করতে যাওয়ার জন্য মদিনা থেকে মক্কা যাওয়ার জন্য বাসে উঠেছেন তাঁরা ৷

দীপাবলিতে বাড়ি ফেরার কথা ছিল তাঁদের ৷ কিন্তু তাঁদের কোনও খোঁজ না পাওয়ায় আরবে তাঁদের বন্ধুর ফোনে খোঁজ করেন বাড়ির লোকজন ৷ তখনই জানতে পারেন, বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের ৷

দেখুন ভিডিয়ো

মদিনা থেকে মক্কা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটিতে আগুন লেগে যায় । আর সেই আগুনেই ভস্মীভূত হয়ে মৃত্যু হয় দু'জনের । দেহ ফেরাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন দুই পরিবার ৷

Intro:সৌদি আরবে কাজে গিয়ে উমরা হজ করতে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে বাস দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু নদীয়ার শান্তিপুরের 2 যুবকের।মৃতদের নাম মঙ্গল আহমেদ কারিগর(26),হাকিম আলী কারিগর(29)।সূত্রের খবর,নদীয়ার শান্তিপুর পুরসভার মালঞ্চ এলাকার বাসিন্দা হাকিম আলী কারিগর গত 2 বছর আগে সৌদি আরবে শপিং মলে কাজের জন্য যায়।এর পর গত আট মাস আগে মালঞ্চ এলাকারই আরেক যুবক মঙ্গল আহমেদ কারিগরও সৌদি আরবে একই কাজ করতে যায়।মৃতদের পরিবারের অভিযোগ,গত 16 তারিখ উমরা হজ করতে যাওয়ার উদ্দেশে মদিনা থেকে মক্কা যাওয়ার জন্য বাসে ওঠে মঙ্গল আহমেদ ও হাকিম আলী।অভিযোগ,বাসে ওঠার আগে শেষ বার পরিবার এর সাথে কথা বলেছিল ওই দুই যুবক।অভিযোগ,এর পর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।দিওয়ালিতে বাড়ী ফেরার কথা ছিল হাকিম আলী কারোগরের।ছেলের কোনো খোঁজ না মেলায় হাকিম আলীর পরিবার সৌদিতে ছেলের বন্ধুদের টেলিফোন নম্বর জোগাড় করে ফোন করলে জানতে পারে যে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হাকিম আলী ও মঙ্গল আহমেদ এর।পরিবারের অভিযোগ,মদিনা থেকে মক্কা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটিতে আগুন লেগে যায়।আর সেই আগুনেই ভস্মীভূত হয়ে মৃত্যু হয় ওই দুই যুবকের।এই রকম একটি মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।কি ভাবে সৌদি থেকে ওই দুই যুবকের দেহ তারা ফিরিয়ে আনবে এই নিয়ে দুশ্চিন্তায় দুই পরিবার।রাজ্য সরকারের কাছে তাদের কাতর আর্জি,দেহ ফেরাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক সরকার।Body:SANTIPUR DEADConclusion:
Last Updated : Oct 25, 2019, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.