ETV Bharat / state

নদিয়ায় দুই কাশ্মীরি যুবককে মার, জামিনে মুক্ত ধৃতরা

নদিয়ার তাহেরপুরে আক্রান্ত কাশ্মীরি দুই যুবক।

জখম জাভেদ খান
author img

By

Published : Feb 21, 2019, 11:06 PM IST

Updated : Feb 21, 2019, 11:28 PM IST

নদিয়া, ২১ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে বার বার আক্রান্ত হয়েছেন রাজ্যে বসবাসকারী কাশ্মীরের বাসিন্দারা। এবার এই একই ঘটনার শিকার হলেন নদিয়ার জাভেদ আহমেদ খান ও মেহেরাজ খান। দুষ্কৃতীদের একটি দল জাভেদ ও মেহেরাজকে মারধর করে নাক মুখ ফাটিয়ে দেয়। ঘটনায় গ্রেপ্তার হয় পাঁচজন।

জাভেদ আহমেদ খান ও মেহেরাজ খান প্রায় ১৫ বছর ধরে ব্যবসা সূত্রে নদিয়ার তাহেরপুরে যাতায়াত করছেন। এলাকার মানুষের সঙ্গে তাঁদের ভালো সম্পর্কও রয়েছে। শুধু তাই নয়, তাহেরপুরে একটি শাল বিক্রির দোকান ও ভাড়াবাড়ি আছে। অভিযোগ, সোমবার রাতে প্রায় ৫০০ জন যুবক তাঁর বাড়িতে এসে ভাঙচুর চালায়। মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হয়। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়।

এবিষয়ে জাভেদ যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক বলেন, "ওঁরা অনেক বছর ধরে এখানে আছে। এর আগে যে বাড়িতে ভাড়া থাকত তাঁদের জিজ্ঞাসা করুন। ওরাও বলবে খুব ভালো ছেলে জাভেদ ও মেহেরাজ। এলাকার অন্য বাসিন্দাদের সঙ্গেও ওদের ভালো সম্পর্ক।"

undefined

জাভেদের প্রতিবেশীদের সঙ্গেও ওই একই ঘটনা ঘটে। অভিযোগ, জাভেদ ও মেহেরাজের উপর হামলার পর স্থানীয় কয়েকজন তাঁদের উপর হামলা করার ছক কষেছিল। তাহেরপুর থানার পুলিশ এসে তাঁদেরও উদ্ধার করে নিয়ে যায়। আজ ধৃত পাঁচজনকে আদালতে তোলা হলে জামিনে মুক্তি দেন বিচারক।

নদিয়া, ২১ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে বার বার আক্রান্ত হয়েছেন রাজ্যে বসবাসকারী কাশ্মীরের বাসিন্দারা। এবার এই একই ঘটনার শিকার হলেন নদিয়ার জাভেদ আহমেদ খান ও মেহেরাজ খান। দুষ্কৃতীদের একটি দল জাভেদ ও মেহেরাজকে মারধর করে নাক মুখ ফাটিয়ে দেয়। ঘটনায় গ্রেপ্তার হয় পাঁচজন।

জাভেদ আহমেদ খান ও মেহেরাজ খান প্রায় ১৫ বছর ধরে ব্যবসা সূত্রে নদিয়ার তাহেরপুরে যাতায়াত করছেন। এলাকার মানুষের সঙ্গে তাঁদের ভালো সম্পর্কও রয়েছে। শুধু তাই নয়, তাহেরপুরে একটি শাল বিক্রির দোকান ও ভাড়াবাড়ি আছে। অভিযোগ, সোমবার রাতে প্রায় ৫০০ জন যুবক তাঁর বাড়িতে এসে ভাঙচুর চালায়। মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হয়। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়।

এবিষয়ে জাভেদ যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক বলেন, "ওঁরা অনেক বছর ধরে এখানে আছে। এর আগে যে বাড়িতে ভাড়া থাকত তাঁদের জিজ্ঞাসা করুন। ওরাও বলবে খুব ভালো ছেলে জাভেদ ও মেহেরাজ। এলাকার অন্য বাসিন্দাদের সঙ্গেও ওদের ভালো সম্পর্ক।"

undefined

জাভেদের প্রতিবেশীদের সঙ্গেও ওই একই ঘটনা ঘটে। অভিযোগ, জাভেদ ও মেহেরাজের উপর হামলার পর স্থানীয় কয়েকজন তাঁদের উপর হামলা করার ছক কষেছিল। তাহেরপুর থানার পুলিশ এসে তাঁদেরও উদ্ধার করে নিয়ে যায়। আজ ধৃত পাঁচজনকে আদালতে তোলা হলে জামিনে মুক্তি দেন বিচারক।

Intro:CRPF


Body:Crpf


Conclusion:
Last Updated : Feb 21, 2019, 11:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.