ETV Bharat / state

নদিয়ায় 9 মাসের শিশুসহ কোরোনায় আক্রান্ত 2, মোট 11 - কোরোনা আপডেট

নাকাশিপাড়ার আক্রান্তের বয়স 55 বছর । পেশায় কলকাতা পুলিশের কর্মী । পাশাপাশি নদিয়ার শান্তিপুর থানা এলাকার 9 মাসের এক শিশু কোরোনায় আক্রান্ত ।

corona
corona
author img

By

Published : May 13, 2020, 3:22 PM IST

নদিয়া, 13 মে : নদিয়ায় নতুন করে কোরোনায় আক্রান্ত আরও 2। এদের মধ্যে নাকাশিপাড়ার একজন এবং শান্তিপুরের একজন। এনিয়ে নদিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট 11 ।

নাকাশিপাড়ার আক্রান্তের বয়স 55 বছর । পেশায় কলকাতা পুলিশের কর্মী । কলকাতায় কর্মরত অবস্থায় তাঁর শরীরে উপসর্গ দেখা দেয় । তাঁকে হাসপাতালে ভরতি করে নমুনা সংগ্রহ করা হয় । রিপোর্ট জানা যায় তিনি কোরোনা পজ়িটিভ । বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ।

পাশাপাশি নদিয়ার শান্তিপুর থানা এলাকার 9 মাসের এক শিশু কোরোনায় আক্রান্ত । সূত্রের খবর, ওই শিশুটি শ্বাসকষ্টজনিত কারণে বেশ কিছুদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিল । গত সোমবার নিজের বাড়ি ফেরে। এরপর শ্বাসকষ্ট এবং জ্বর হলে তার নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ । রিপোর্টে জানা যায়, সে কোরোনা পজ়িটিভ ।

স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, নদিয়ায় মোট 11 জন কোরোনায় আক্রান্ত। চিন্তায় স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে জেলাবাসী ।

নদিয়া, 13 মে : নদিয়ায় নতুন করে কোরোনায় আক্রান্ত আরও 2। এদের মধ্যে নাকাশিপাড়ার একজন এবং শান্তিপুরের একজন। এনিয়ে নদিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট 11 ।

নাকাশিপাড়ার আক্রান্তের বয়স 55 বছর । পেশায় কলকাতা পুলিশের কর্মী । কলকাতায় কর্মরত অবস্থায় তাঁর শরীরে উপসর্গ দেখা দেয় । তাঁকে হাসপাতালে ভরতি করে নমুনা সংগ্রহ করা হয় । রিপোর্ট জানা যায় তিনি কোরোনা পজ়িটিভ । বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ।

পাশাপাশি নদিয়ার শান্তিপুর থানা এলাকার 9 মাসের এক শিশু কোরোনায় আক্রান্ত । সূত্রের খবর, ওই শিশুটি শ্বাসকষ্টজনিত কারণে বেশ কিছুদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিল । গত সোমবার নিজের বাড়ি ফেরে। এরপর শ্বাসকষ্ট এবং জ্বর হলে তার নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ । রিপোর্টে জানা যায়, সে কোরোনা পজ়িটিভ ।

স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, নদিয়ায় মোট 11 জন কোরোনায় আক্রান্ত। চিন্তায় স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে জেলাবাসী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.