কৃষ্ণনগর, 26 ডিসেম্বর: টেট পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ ৷ ঘটনায় গ্রেফতার এক পরীক্ষার্থী ও তার বন্ধু ৷ রবিরার নদিয়ার টেট পরীক্ষা কেন্দ্র কৃষ্ণনগর কালিনগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা ৷ ধৃতরা হলেন সন্দীপ কুটি এবং দেবাশিস মৃধা। সোমবার অভিযুক্তদের আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, স্থানীয় ধানতলা থানার বহিরগাছি এলাকার বাসিন্দা সন্দীপ কুটি ও তাঁর বন্ধু দেবাশিস মৃধা। রবিবার কৃষ্ণনগর কালিনগর উচ্চ বিদ্যালয়ের টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল ৷ অভিযোগ, সেখানেই সিট পড়েছিল দেবাশিস মৃধা নামে ওই পরীক্ষার্থীর ৷ তাকে সাহায্য করতেই মোবাইল নিয়ে পরীক্ষার হলে আসে সন্দীপ কুটি ৷ ঘটনাটি পরীক্ষার হলে থাকা এক শিক্ষকের চোখে পড়তেই তিনি বাধা দেন ৷ দু’জনকেই পুলিশের হাতে তুলে দেন ৷ কোতয়ালি থানার পুলিশ দুই অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞসাবাদের পর গ্রেফতার করে ৷
এ প্রসঙ্গেই অভিযুক্ত দেবাশিস মৃধা বলেন, "আমার কাছে কোনও মোবাইল পাওয়া যায়নি । পাশের জনের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে ।" আরেক অভিযুক্ত সন্দীপ কুটির দাবি, তিনি নিজেও পরীক্ষার্থী ৷ কিন্তু বন্ধুকে সাহায্য করার জন্য মোবাইল নিয়ে এসেছিলেন ৷ অঙ্কের উত্তর বলে দিচ্ছিলেন বলেও দাবি করেন। সেই কারণেই পুলিশ তাদের ধরেছে।
অন্যদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে ওই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি শিবনাথ চৌধুরী বলেন, "এই ঘটনা একদম কাম্য নয়। পরীক্ষা হলে এইভাবে মোবাইল বা কোনও রকম প্রযুক্তির সাহায্য নেওয়া আইনত অপরাধ। আমি যতটুকু জানতে পেরেছি প্রশাসন দুই পরীক্ষর্থীকে ধরেছে ৷ তাদের আদালতে তোলা হয়েছে । তবে তাদের আদালতে তোলার পর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। আশা করছি যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধ ৷" রবিরার রাজ্য টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল ৷ পরীক্ষার মাঝেই সোশাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
আরও পড়ুন: