নাকাশিপাড়া, 6 জুন : মাঠ থেকে অজ্ঞাত দুই ব্যক্তির গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার নাকাশিপাড়ায়।
রবিবার সকালে নাকাশিপাড়া থানার পাটিকাবাড়ি এলাকায় মাঠ থেকে দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । এরপরই স্থানীয়রা নাকাশিপাড়া থানায় খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য দেহটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় । পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, দুটি মৃতদেহেই একাধিক গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে ।
আরও পড়ুন : জামালপুরে বাজ পড়ে মৃত 4
মৃতদের পরিচয় ও খুনের কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ । যদিও পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোনও জায়গায় দুজনকে খুন করে, দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে ওই এলাকায় ৷