ETV Bharat / state

বিশ্বকাপ জয়ের স্বপ্নে বুঁদ রাজ্যবাসী, পেট দিয়ে ছবি এঁকে শামিকে শুভেচ্ছা নদিয়ার যুবকের

World Cup Final 2023: যত ঘড়ির কাটা এগোচ্ছে বিশ্বকাপ জয়ের হাতছানি বাড়ছে ভারতের ৷ আর ভারত যদি বিশ্বসেরা হয় সেই খাতায় অবশ্যই নাম থাকবে পেসার মহম্মদ শামির ৷ এবারে বিশ্বকাপে 6টি ম্যাচে 23টি উইকেট নিয়েছেন তিনি ৷ ফাইনালের জন্য পেট দিয়ে ছবি এঁকে শামিকে শুভেচ্ছা জানালেন নদিয়ার তুহিন মণ্ডল ৷

Mohammed Shami picture with belly
মহম্মদ শামির ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 1:16 PM IST

পেট দিয়ে ছবি এঁকে শামিকে শুভেচ্ছা নদিয়ার যুবকের

চাপড়া, 19 নভেম্বর: আজ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ৷ মহারণে নামছে ভারত ও অস্ট্রেলিয়া ৷ সেমিফাইনাল নিয়ে টানা 10টা ম্যাচে অপরাজেয় ভারত ৷ এই জয়ের পিছনে বেশিরভাগ কৃতিত্ব ভারতীয় দলের বোলারদের ৷ তাঁদের দুর্ধর্ষ পারফর্ম্যান্স ভারতকে জয়ের শিখড়ে এনে খাড়া করেছে ৷ আর এই বোলারদের কথা বললেই নাম আসে মহম্মদ শামির ৷ তিনি এই বিশ্বকাপে 6টা ম্যাচ খেলেছেন ৷ তাতে 23টা উইকেট নিজের নামে করেছেন এই পেসার ৷ সেমিফাইনালে একাই ভারতীয় দলের রাশ নিজের হাতে রেখেছেন ৷ যেসময় নিউজিল্যান্ডের ব্যাটারদের একের পর এক বল বাউন্ডারি পার করছিল ৷ তখন একা সাত উইকেট নিয়ে ভারতকে জয় এনে দিয়েছে শামি ৷ এবার ফাইলানের আগে তাই পেট দিয়ে তাঁর ছবি এঁকে শুভেচ্ছা জানালেন নদিয়ার চাপড়ার যুবক ৷

তুহিন মণ্ডল একজন অঙ্কন শিল্পী ৷ আগেও রবীন্দ্রনাথ ঠাকুর-সহ একাধিক মনীষীর ছবি এঁকে নজর কেড়েছেন তিনি ৷ তবে এবার তাঁর শিল্পে ফুঁটে উঠল ভারতীয় বোলার মহম্মদ শামি ৷ পেট দিয়ে বর্তমানে বিশ্ব কাঁপানো এই পেসারকে ছবিতে তুলে ধরলেন তিনি ৷ আর এই শিল্পী ও তাঁর শিল্পকে চাক্ষুষ করার জন্য ভিড় করেছেন অনেক ক্রীড়াপ্রেমী মানুষজন ।

চাপড়ার বড় অন্দুলিয়ার বাসিন্দা তুহিন মণ্ডলের ছোট থেকে বাবার কাছে আঁকা শেখা । তবে সেভাবে কোনও শিক্ষক শিক্ষিকার কাছে আঁকা শেখেননি তিনি । নিজের চেষ্টায় তিনি শিল্পী হিসেবে পারদর্শী হওয়ার পর পেটকে নিয়ন্ত্রণ করেছে রং তুলির মাধ্যমে । তবে এবার বিশ্বকাপের প্রাক্কালে একজন দেশবাসী ও শিল্পী হিসাবে বিশ্বকাপের জয়ের প্রার্থনায় তাঁর এই অপরূপ কাজ ৷

এ বিষয়ে অঙ্কন শিল্পী তুহিন বলেন, "ভবিষ্যতে যদি কখনও মহম্মদ শামির কাছে পৌঁছাতে পারি তাহলে তাঁর হাতে এই ছবি তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করব । আমরা চাইব শামি আগামিদিনে ক্রিকেটের এক অন্যন্য নক্ষত্র হয়ে উঠুক । যার নাম ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে লেখা থাকবে ।" 130 কোটি দেশবাসীর পাশাপাশি তুহিনও ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ।

আরও পড়ুন:

  1. সেনসেশনাল শামি ! সাত শিকারে সেমি'র নায়ক বঙ্গ সম্রাট
  2. ওয়াংখেড়েতে শামি শো, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বসেরার স্বপ্নে বুঁদ 'টিম ইন্ডিয়া'
  3. হাত নয়, পেট দিয়ে সাড়ে 3 মিনিটে রবীন্দ্রনাথকে আঁকলেন নদিয়ার তুহিন, দেখুন ভিডিয়ো

পেট দিয়ে ছবি এঁকে শামিকে শুভেচ্ছা নদিয়ার যুবকের

চাপড়া, 19 নভেম্বর: আজ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ৷ মহারণে নামছে ভারত ও অস্ট্রেলিয়া ৷ সেমিফাইনাল নিয়ে টানা 10টা ম্যাচে অপরাজেয় ভারত ৷ এই জয়ের পিছনে বেশিরভাগ কৃতিত্ব ভারতীয় দলের বোলারদের ৷ তাঁদের দুর্ধর্ষ পারফর্ম্যান্স ভারতকে জয়ের শিখড়ে এনে খাড়া করেছে ৷ আর এই বোলারদের কথা বললেই নাম আসে মহম্মদ শামির ৷ তিনি এই বিশ্বকাপে 6টা ম্যাচ খেলেছেন ৷ তাতে 23টা উইকেট নিজের নামে করেছেন এই পেসার ৷ সেমিফাইনালে একাই ভারতীয় দলের রাশ নিজের হাতে রেখেছেন ৷ যেসময় নিউজিল্যান্ডের ব্যাটারদের একের পর এক বল বাউন্ডারি পার করছিল ৷ তখন একা সাত উইকেট নিয়ে ভারতকে জয় এনে দিয়েছে শামি ৷ এবার ফাইলানের আগে তাই পেট দিয়ে তাঁর ছবি এঁকে শুভেচ্ছা জানালেন নদিয়ার চাপড়ার যুবক ৷

তুহিন মণ্ডল একজন অঙ্কন শিল্পী ৷ আগেও রবীন্দ্রনাথ ঠাকুর-সহ একাধিক মনীষীর ছবি এঁকে নজর কেড়েছেন তিনি ৷ তবে এবার তাঁর শিল্পে ফুঁটে উঠল ভারতীয় বোলার মহম্মদ শামি ৷ পেট দিয়ে বর্তমানে বিশ্ব কাঁপানো এই পেসারকে ছবিতে তুলে ধরলেন তিনি ৷ আর এই শিল্পী ও তাঁর শিল্পকে চাক্ষুষ করার জন্য ভিড় করেছেন অনেক ক্রীড়াপ্রেমী মানুষজন ।

চাপড়ার বড় অন্দুলিয়ার বাসিন্দা তুহিন মণ্ডলের ছোট থেকে বাবার কাছে আঁকা শেখা । তবে সেভাবে কোনও শিক্ষক শিক্ষিকার কাছে আঁকা শেখেননি তিনি । নিজের চেষ্টায় তিনি শিল্পী হিসেবে পারদর্শী হওয়ার পর পেটকে নিয়ন্ত্রণ করেছে রং তুলির মাধ্যমে । তবে এবার বিশ্বকাপের প্রাক্কালে একজন দেশবাসী ও শিল্পী হিসাবে বিশ্বকাপের জয়ের প্রার্থনায় তাঁর এই অপরূপ কাজ ৷

এ বিষয়ে অঙ্কন শিল্পী তুহিন বলেন, "ভবিষ্যতে যদি কখনও মহম্মদ শামির কাছে পৌঁছাতে পারি তাহলে তাঁর হাতে এই ছবি তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করব । আমরা চাইব শামি আগামিদিনে ক্রিকেটের এক অন্যন্য নক্ষত্র হয়ে উঠুক । যার নাম ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে লেখা থাকবে ।" 130 কোটি দেশবাসীর পাশাপাশি তুহিনও ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ।

আরও পড়ুন:

  1. সেনসেশনাল শামি ! সাত শিকারে সেমি'র নায়ক বঙ্গ সম্রাট
  2. ওয়াংখেড়েতে শামি শো, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বসেরার স্বপ্নে বুঁদ 'টিম ইন্ডিয়া'
  3. হাত নয়, পেট দিয়ে সাড়ে 3 মিনিটে রবীন্দ্রনাথকে আঁকলেন নদিয়ার তুহিন, দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.