ETV Bharat / state

Congress Workers Injured: নদিয়ায় গুলিবিদ্ধ একাধিক কংগ্রেস সমর্থক, জখম-তিন শিশু; কাঠগড়ায় তৃণমূল - কাঠগড়ায় তৃণমূল

Several Congress Supporters Shot in Nadia: নদিয়ায় কংগ্রেস সমর্থকদের উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একাধিক হাত শিবিরের কর্মী ৷ জখম তিন শিশু হাসপাতালে চিকিৎসাধীন ৷

Several Congress supporters shot in Nadia
কংগ্রেস সমর্থকদের উপর হামলা
author img

By

Published : Aug 15, 2023, 2:12 PM IST

নদিয়ায় গুলিবিদ্ধ একাধিক কংগ্রেস সমর্থক

নাকাশিপাড়া, 15 অগস্ট: তৃণমূল ছেড়ে কংগ্রেসের সমর্থনে ভোটে লড়াই ৷ এর জেরে গুলিবিদ্ধ হতে হল একাধিক কংগ্রেস সমর্থককে । পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতে শিশু-সহ জখম একাধিক হাত শিবিরের কর্মী । অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ ঘটনাটি নদিয়া নাকাশিপাড়া থানার হরনগর গ্রাম পঞ্চায়েতের গোবিপুর এলাকার। এই ঘটনায় তিন শিশু-সহ আশংকাজনক অবস্থায় 17 জন কংগ্রেস সমর্থক হাসপাতালে ভরতি রয়েছেন । রাতভর চলে তৃণমূলের তাণ্ডব চলে বলে অভিযোগ ।

জানা গিয়েছে, এই এলাকায় পঞ্চায়েত ভোটের আগেই একাধিক তৃণমূল সমর্থক তাঁরা কংগ্রেসের যোগদান করেন । ভোটে কংগ্রেসের হয়েই পথে নেমেছিলেন তাঁরা । অভিযোগ, সোমবার গভীর রাতে হঠাৎ একদল দুষ্কৃতী কংগ্রেসের ওই সমর্থকদের বাড়িতে চড়াও হয় । দুষ্কৃতীদের হাতে দেশি পিস্তল এবং ধারালো অস্ত্র ছিল বলেও অভিযোগ । কংগ্রেস সমর্থকদের দাবি, তাঁদের বাড়িতে ঢুকে গুলি বর্ষণ শুরু করে দুষ্কৃতীরা । ঘটনায় তিন মাসের শিশু-সহ গুরুতর জখম হয় আরও দুই শিশু । পাশাপাশি গুলি এবং ধারালে অস্ত্রের আঘাতে 14 জন কংগ্রেস সমর্থক গুরুতর আহত হন ।

চিৎকার চেঁচামেচি শুরু হলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । এরপরই তড়িঘড়ি আহতদের প্রথমে নাকাশিপাড়া হাসপাতাল নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁদের শক্তিনগর জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয় । এখনও তিন শিশু-সহ বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন । কংগ্রেস সমর্থকদের দাবি, মূলত তৃণমূল ছেড়ে কংগ্রেসকে সমর্থন করার কারণে এই আক্রমণ চালিয়েছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা ।

আরও পড়ুন: প্রশাসনের বিরুদ্ধে বলপূর্বক বোর্ড গঠনের অভিযোগ রানাঘাটের একটি পঞ্চায়েতে

এ বিষয়ে নদিয়া জেলা কংগ্রেসের মুখপাত্র সিলভী সাহা বলেন, "স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি । যেখানে আমরা স্বাধীন নই । শাসকদল আবার নিজেদের মা মাটি মানুষ বলেন আর এদিকে মায়েদের উপর অত্যাচার চলছে । বিরোধী শূন্য করার খেলায় মেতেছে রাজ্যের শাসকদল । আমরা অবিলম্বে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করা হোক ।"

নদিয়ায় গুলিবিদ্ধ একাধিক কংগ্রেস সমর্থক

নাকাশিপাড়া, 15 অগস্ট: তৃণমূল ছেড়ে কংগ্রেসের সমর্থনে ভোটে লড়াই ৷ এর জেরে গুলিবিদ্ধ হতে হল একাধিক কংগ্রেস সমর্থককে । পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতে শিশু-সহ জখম একাধিক হাত শিবিরের কর্মী । অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ ঘটনাটি নদিয়া নাকাশিপাড়া থানার হরনগর গ্রাম পঞ্চায়েতের গোবিপুর এলাকার। এই ঘটনায় তিন শিশু-সহ আশংকাজনক অবস্থায় 17 জন কংগ্রেস সমর্থক হাসপাতালে ভরতি রয়েছেন । রাতভর চলে তৃণমূলের তাণ্ডব চলে বলে অভিযোগ ।

জানা গিয়েছে, এই এলাকায় পঞ্চায়েত ভোটের আগেই একাধিক তৃণমূল সমর্থক তাঁরা কংগ্রেসের যোগদান করেন । ভোটে কংগ্রেসের হয়েই পথে নেমেছিলেন তাঁরা । অভিযোগ, সোমবার গভীর রাতে হঠাৎ একদল দুষ্কৃতী কংগ্রেসের ওই সমর্থকদের বাড়িতে চড়াও হয় । দুষ্কৃতীদের হাতে দেশি পিস্তল এবং ধারালো অস্ত্র ছিল বলেও অভিযোগ । কংগ্রেস সমর্থকদের দাবি, তাঁদের বাড়িতে ঢুকে গুলি বর্ষণ শুরু করে দুষ্কৃতীরা । ঘটনায় তিন মাসের শিশু-সহ গুরুতর জখম হয় আরও দুই শিশু । পাশাপাশি গুলি এবং ধারালে অস্ত্রের আঘাতে 14 জন কংগ্রেস সমর্থক গুরুতর আহত হন ।

চিৎকার চেঁচামেচি শুরু হলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । এরপরই তড়িঘড়ি আহতদের প্রথমে নাকাশিপাড়া হাসপাতাল নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁদের শক্তিনগর জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয় । এখনও তিন শিশু-সহ বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন । কংগ্রেস সমর্থকদের দাবি, মূলত তৃণমূল ছেড়ে কংগ্রেসকে সমর্থন করার কারণে এই আক্রমণ চালিয়েছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা ।

আরও পড়ুন: প্রশাসনের বিরুদ্ধে বলপূর্বক বোর্ড গঠনের অভিযোগ রানাঘাটের একটি পঞ্চায়েতে

এ বিষয়ে নদিয়া জেলা কংগ্রেসের মুখপাত্র সিলভী সাহা বলেন, "স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি । যেখানে আমরা স্বাধীন নই । শাসকদল আবার নিজেদের মা মাটি মানুষ বলেন আর এদিকে মায়েদের উপর অত্যাচার চলছে । বিরোধী শূন্য করার খেলায় মেতেছে রাজ্যের শাসকদল । আমরা অবিলম্বে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করা হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.