ETV Bharat / state

TMC Worker Injured : বাড়ি থেকে ডেকে নিয়ে তৃণমূল কর্মীকে গুলি, অভিযুক্ত বিজেপি কর্মী - Latest News on BJP

নদীয়ায় হরিণঘাটা থানার মল্লাবেলিয়া এলাকায় এক তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ উঠল (tmc worker allegedly shot by a bjp worker at nadia) ৷ অভিযুক্ত বিজেপি ৷

tmc worker allegedly shot by a bjp worker at nadia
TMC Worker Injured : বাড়ি থেকে ডেকে নিয়ে তৃণমূল কর্মীকে গুলি, অভিযুক্ত বিজেপি কর্মী
author img

By

Published : Dec 25, 2021, 4:48 PM IST

নদীয়া, 25 ডিসেম্বর : বাড়ি থেকে ডেকে নিয়ে এসে এক তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ উঠল নদীয়ায় (tmc worker allegedly shot by a bjp worker at nadia) ৷ রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় ওই তৃণমূল কর্মীকে । এই ঘটনায় অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিণঘাটা থানার মল্লাবেলিয়া এলাকায় ।

আহত যুবকের নাম জিয়ারুল মণ্ডল (৩২) । স্থানীয় সূত্রে খবর, হরিণঘাটা থানার মল্লাবেলিয়া এলাকার বাসিন্দা জিয়ারুল এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । পেশায় চাষবাসের পাশাপাশি বিভিন্ন নির্বাচনে তৃণমূলের হয়ে পথে নামতে দেখা গিয়েছে তাঁকে ।

অভিযোগ, গতকাল রাতে ওই এলাকারই অমিত পণ্ডিত নামে এক যুবক তাঁকে ফোন করে ডাকে । তিনি বাইকে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন । পরিবারের অভিযোগ, ওই অমিত পণ্ডিত এলাকার বিজেপি কর্মী হিসেবে পরিচিত । সেই কারণেই রাজনৈতিক ষড়যন্ত্র করেই অমিত তাঁকে গুলি করে ।

TMC Worker Injured : বাড়ি থেকে ডেকে নিয়ে তৃণমূল কর্মীকে গুলি, অভিযুক্ত বিজেপি কর্মী

আহত জিয়ারুলকে উদ্ধার করে প্রথমে হরিণঘাটা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে অবস্থার অবনতি হলে কল্যাণী জওহরলাল মেমোরিয়াল হাসপাতাল স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিণঘাটা থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও অভিযুক্ত অমিত পলাতক ৷

আরও পড়ুন : TMC inner Clash in Nadia : জুয়ার ঠেকের প্রতিবাদ, কৃষ্ণনগরে অপর গোষ্ঠীর হাতে আক্রান্ত তৃণমূল যুব নেতা

নদীয়া, 25 ডিসেম্বর : বাড়ি থেকে ডেকে নিয়ে এসে এক তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ উঠল নদীয়ায় (tmc worker allegedly shot by a bjp worker at nadia) ৷ রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় ওই তৃণমূল কর্মীকে । এই ঘটনায় অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিণঘাটা থানার মল্লাবেলিয়া এলাকায় ।

আহত যুবকের নাম জিয়ারুল মণ্ডল (৩২) । স্থানীয় সূত্রে খবর, হরিণঘাটা থানার মল্লাবেলিয়া এলাকার বাসিন্দা জিয়ারুল এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । পেশায় চাষবাসের পাশাপাশি বিভিন্ন নির্বাচনে তৃণমূলের হয়ে পথে নামতে দেখা গিয়েছে তাঁকে ।

অভিযোগ, গতকাল রাতে ওই এলাকারই অমিত পণ্ডিত নামে এক যুবক তাঁকে ফোন করে ডাকে । তিনি বাইকে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন । পরিবারের অভিযোগ, ওই অমিত পণ্ডিত এলাকার বিজেপি কর্মী হিসেবে পরিচিত । সেই কারণেই রাজনৈতিক ষড়যন্ত্র করেই অমিত তাঁকে গুলি করে ।

TMC Worker Injured : বাড়ি থেকে ডেকে নিয়ে তৃণমূল কর্মীকে গুলি, অভিযুক্ত বিজেপি কর্মী

আহত জিয়ারুলকে উদ্ধার করে প্রথমে হরিণঘাটা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে অবস্থার অবনতি হলে কল্যাণী জওহরলাল মেমোরিয়াল হাসপাতাল স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিণঘাটা থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও অভিযুক্ত অমিত পলাতক ৷

আরও পড়ুন : TMC inner Clash in Nadia : জুয়ার ঠেকের প্রতিবাদ, কৃষ্ণনগরে অপর গোষ্ঠীর হাতে আক্রান্ত তৃণমূল যুব নেতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.