কৃষ্ণনগর, 12 জুন : প্রয়াত রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী অবনীমোহন জোয়ারদার । বয়স হয়েছিল 79 বছর । দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন । আজ ভোরে সল্টলেকের বাড়িতে মৃত্যু হয় তাঁর ।
অবনীমোহন জোয়ারদার পেশায় রাজ্য পুলিশের আধিকারিক ছিলেন । পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন । 2011 সালে তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন ৷ দায়িত্ব পান রাজ্যের কারা দপ্তরের । পরে শারীরিক অসুস্থতার জন্য এই পদ থেকে অব্যাহতি চান । 2016 সালের নির্বাচনে নিজের বিধানসভা কেন্দ্র থেকে লড়ে ফের জয়লাভ করেন । কিন্তু, অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতির সঙ্গে সেভাবে যুক্ত থাকতে পারেননি। ঘরবন্দী হয়ে থাকতে হত ৷
আজ ভোর 4 টে নাগাদ সল্টলেকের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন অবনীমোহন জোয়ারদার। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা ।