ETV Bharat / state

ফের অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের - election

ফের অভিযোগ দায়ের করা হল সদ্য BJP-তে যোগ দেওয়া তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে। এবার কুরুচিকর মন্তব্য ও গালিগালাজের জন্য এই অভিযোগ।

অর্জুন সিং
author img

By

Published : Mar 16, 2019, 8:42 PM IST

শান্তিপুর, ১৬ মার্চ : ফের অভিযোগ দায়ের করা হল সদ্য BJP-তে যোগ দেওয়া তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে। এবার কুরুচিকর মন্তব্য ও গালিগালাজের জন্য এই অভিযোগ।

আজ অর্জুন সিংয়ের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেসের SC, ST ও OBC সেলের রাজ্য সহ সভাপতি সৈকত দাস। এর আগে গতকালও ভাটপাড়ার বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক সম্রাট তপাদার।

বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে অর্জুন বলেছিলেন, "মা মাটি মানুষ এখন মানি মানি মানি ছাড়া আর কিছুই নয়।" এবিষয়ে সম্রাট তপাদার বলেন, "অর্জুন সিং একথা বলে রাজ্য সরকার ও সাধারণ মানুষকে অপমানিত করেছেন। তাই তাঁর বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছি।"

তৃণমূল নেতা সৈকত দাস বলেন, "অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের বিধায়ক। পাশাপাশি ভাটপাড়ার চেয়ারম্যানও। উনি টাকার জন্য BJP-তে যোগদান করেছেন। শুধু তাই নয়, পদত্যাগ না করেই তিনি BJP-তে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নোংরা কথা বলেছেন তিনি। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।"

তবে এই অভিযোগের পালটা জবাব দিয়েছেন অর্জুন। তিনি বলেন, "এটা তো জানাই আছে। পশ্চিমবঙ্গ সরকার এখন পুলিশ ও FIR-র উপর চলছে। এই জন্য এদের ব্যাপারে কোনও গুরুত্ব দিতে চাইছি না। বলতে কোনও বাধা নেই। যেটা বলেছি, আমার কথার উপর অনড় থাকছি। FIR হয়েছে, জবাব পাবে। এই ধরনের আক্রমণ তো আমাদের উপর সবসময় হচ্ছে। এখানে দলের মধ্যেও কোণঠাসা করে রাখা হত। দল যখন ছেড়ে এসেছি, তখন নড়েচড়ে গেছে। মানুষ তো নেই সঙ্গে, এখন FIR আছে সঙ্গে। আমি প্রতিবাদী মানুষ। CPI(M) জমানাতেও প্রতিবাদ করেছিলাম। এই জামানাতেও করছিলাম। তাই জন্যই এই আক্রমণ। দলকে (BJP) জানিয়েছি। দলগতভাবে এই ব্যবস্থা নেওয়া হবে।"

শান্তিপুর, ১৬ মার্চ : ফের অভিযোগ দায়ের করা হল সদ্য BJP-তে যোগ দেওয়া তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে। এবার কুরুচিকর মন্তব্য ও গালিগালাজের জন্য এই অভিযোগ।

আজ অর্জুন সিংয়ের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেসের SC, ST ও OBC সেলের রাজ্য সহ সভাপতি সৈকত দাস। এর আগে গতকালও ভাটপাড়ার বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক সম্রাট তপাদার।

বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে অর্জুন বলেছিলেন, "মা মাটি মানুষ এখন মানি মানি মানি ছাড়া আর কিছুই নয়।" এবিষয়ে সম্রাট তপাদার বলেন, "অর্জুন সিং একথা বলে রাজ্য সরকার ও সাধারণ মানুষকে অপমানিত করেছেন। তাই তাঁর বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছি।"

তৃণমূল নেতা সৈকত দাস বলেন, "অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের বিধায়ক। পাশাপাশি ভাটপাড়ার চেয়ারম্যানও। উনি টাকার জন্য BJP-তে যোগদান করেছেন। শুধু তাই নয়, পদত্যাগ না করেই তিনি BJP-তে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নোংরা কথা বলেছেন তিনি। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।"

তবে এই অভিযোগের পালটা জবাব দিয়েছেন অর্জুন। তিনি বলেন, "এটা তো জানাই আছে। পশ্চিমবঙ্গ সরকার এখন পুলিশ ও FIR-র উপর চলছে। এই জন্য এদের ব্যাপারে কোনও গুরুত্ব দিতে চাইছি না। বলতে কোনও বাধা নেই। যেটা বলেছি, আমার কথার উপর অনড় থাকছি। FIR হয়েছে, জবাব পাবে। এই ধরনের আক্রমণ তো আমাদের উপর সবসময় হচ্ছে। এখানে দলের মধ্যেও কোণঠাসা করে রাখা হত। দল যখন ছেড়ে এসেছি, তখন নড়েচড়ে গেছে। মানুষ তো নেই সঙ্গে, এখন FIR আছে সঙ্গে। আমি প্রতিবাদী মানুষ। CPI(M) জমানাতেও প্রতিবাদ করেছিলাম। এই জামানাতেও করছিলাম। তাই জন্যই এই আক্রমণ। দলকে (BJP) জানিয়েছি। দলগতভাবে এই ব্যবস্থা নেওয়া হবে।"

Intro:নোট বাতিলের সময়, নিজের সারা জীবনের গোছানো টাকা বাধ্য হয়ে ব্যাংকে রাখতে হয়েছিল সাধারণ মানুষকে। পরে টাকা ব্যাংক থেকে তুলতে গেলে প্রায় 300 গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। বাধ্য হয়ে এবার তারা ব্যাংকের গেটের সামনে ধর্নায় বসলেন।
নদীয়ার শান্তিপুরের ঘটনা। কেউ বাচ্চা চিকিৎসা করানোর জন্য বা কেউ নিজের মেয়ে দিয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা জমিয়ে রেখে ছিলেন শান্তিপুরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। কেউ রেখেছিলেন 50000 কেউবা এক লাখ আবার কেউ দেড় লাখ। কিন্তু হঠাৎ এই ব্যাংকে গিয়ে দেখেন তাদের একাউন্টে টাকা নেই। বহুবার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলেও ম্যানেজার এই সাধারণ গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। টাকা তো তারা ফেরত পায়নি তার ওপর দিয়ে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে তারা অপমানিত হয়েছেন। শুক্রবার তারা শেষমেষ ব্যাংকের গেটের সামনে ধর্নায় বসলেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।
অরিন্দম ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। বহু একাউন্ট গ্রাহকদের টাকা চুরি হয়ে গেছে, তাদের একাউন্টে টাকা নেই। কেউ মেয়ের বিয়ের জন্য কিংবা কেউ বাচ্চা চিকিৎসার জন্য তারা টাকা জমিয়েছিলেন। কিন্তু হঠাৎ এই তারা খবর পায় টাকা লুট হয়ে গেছে। প্রায় 30 পড়ে রয়েছে এই গ্রাহকের সংখ্যা। এর পাশাপাশি তিনি জানান যতদিন না পর্যন্ত সাধারণ মানুষ তাদের ন্যায্য টাকা ফেরত পাচ্ছে ততদিন এই ধর্না চলবে।



Body:SANTIPUR STATE BANK


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.