ETV Bharat / state

Panchayat Elections 2023: নদিয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন ! জখম আরও 15, অভিযুক্ত সিপিএম-কংগ্রেস - TMC leader killed

নদিয়ার চাপড়ায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে ৷ আহত হয়েছেন 15 জন ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jul 8, 2023, 1:00 PM IST

কল্যাণদহ (নদিয়া), 8 জুলাই: আবারও হিংসার বলি এক ৷ এ বার পিটিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে ৷ আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 15 জন । ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার কল্যাণদহ এলাকায় । মৃত তৃণমূল কর্মীর নাম হামজাদ আলি হালসানা ৷ তাঁর বয়স আনুমানিক 30 বছর ।

ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই গোটা রাজ্য থেকে আসছে হিংসার খবর । তার ব্যতিক্রম হয়নি নদিয়াতেও । বিরোধীদের প্রথম অভিযোগ ছিল, একাধিক বুথে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চালানো হচ্ছে । অন্যদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও মারধর, কোথাও আবার বোমাবাজির অভিযোগ উঠে আসে ।

কিছুক্ষণ আগে নদিয়ার চাপড়া থানার কল্যাণদহ এলাকায় ভোটগ্রহণ নিয়ে উত্তেজনা বাড়ে । সেখানেই অভিযোগ ওঠে সিপিএম এবং কংগ্রেসের কয়েকজন দুষ্কৃতী জোটবদ্ধ হয়ে তৃণমূল কর্মীদের বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ৷ মারের চোটে এক তৃণমূল কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ বাকিদের আহত অবস্থায় চাপড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আরও পড়ুন: রক্তাক্ত ভোটের প্রথমার্ধ, জেলায় জেলায় মৃত্যুমিছিল; বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী । এ বিষয়ে চাপড়া বিধানসভার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান বলেন, অনেকদিন আগে থেকেই সিপিএম এবং কংগ্রেসের কিছু দুষ্কৃতী সংঘবদ্ধ হয়ে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছিল । আমরা এর আগেও পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছিলাম । তাই নয় জন দুষ্কৃতীকে চিহ্নিত করে আমরা একটি নামের তালিকা জমা দিয়েছিলাম । আজ তারাই হঠাৎ করে এসে এই ঘটনা ঘটিয়েছে । পুরো বিষয়টি তদন্ত করে প্রশাসনকে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি ৷"

শুধু নদিয়া নয়, সকাল থেকে বিভিন্ন জেলা থেকে ভোটের হিংসার কারণে মৃত্যু ও রক্তাক্ত হওয়ার ঘটনা সামনে এসেছে ৷ উঠেছে ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ ৷ সবচেয়ে বেশি হিংসার খবর এসেছে মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, মালদা, উত্তর 24 পরগনা থেকে ৷

কল্যাণদহ (নদিয়া), 8 জুলাই: আবারও হিংসার বলি এক ৷ এ বার পিটিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে ৷ আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 15 জন । ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার কল্যাণদহ এলাকায় । মৃত তৃণমূল কর্মীর নাম হামজাদ আলি হালসানা ৷ তাঁর বয়স আনুমানিক 30 বছর ।

ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই গোটা রাজ্য থেকে আসছে হিংসার খবর । তার ব্যতিক্রম হয়নি নদিয়াতেও । বিরোধীদের প্রথম অভিযোগ ছিল, একাধিক বুথে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চালানো হচ্ছে । অন্যদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও মারধর, কোথাও আবার বোমাবাজির অভিযোগ উঠে আসে ।

কিছুক্ষণ আগে নদিয়ার চাপড়া থানার কল্যাণদহ এলাকায় ভোটগ্রহণ নিয়ে উত্তেজনা বাড়ে । সেখানেই অভিযোগ ওঠে সিপিএম এবং কংগ্রেসের কয়েকজন দুষ্কৃতী জোটবদ্ধ হয়ে তৃণমূল কর্মীদের বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ৷ মারের চোটে এক তৃণমূল কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ বাকিদের আহত অবস্থায় চাপড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আরও পড়ুন: রক্তাক্ত ভোটের প্রথমার্ধ, জেলায় জেলায় মৃত্যুমিছিল; বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী । এ বিষয়ে চাপড়া বিধানসভার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান বলেন, অনেকদিন আগে থেকেই সিপিএম এবং কংগ্রেসের কিছু দুষ্কৃতী সংঘবদ্ধ হয়ে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছিল । আমরা এর আগেও পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছিলাম । তাই নয় জন দুষ্কৃতীকে চিহ্নিত করে আমরা একটি নামের তালিকা জমা দিয়েছিলাম । আজ তারাই হঠাৎ করে এসে এই ঘটনা ঘটিয়েছে । পুরো বিষয়টি তদন্ত করে প্রশাসনকে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি ৷"

শুধু নদিয়া নয়, সকাল থেকে বিভিন্ন জেলা থেকে ভোটের হিংসার কারণে মৃত্যু ও রক্তাক্ত হওয়ার ঘটনা সামনে এসেছে ৷ উঠেছে ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ ৷ সবচেয়ে বেশি হিংসার খবর এসেছে মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, মালদা, উত্তর 24 পরগনা থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.