তাহেরপুর, 3 মার্চ : পৌরসভা নির্বাচনে ঘাস-ফুলের ঝড়ে একমাত্র কাঁটা নদিয়ার তাহেরপুর পৌরসভা ৷ সেখানে জয়ী হয়েছে বামেরা ৷ পৌরসভা ভোটের দিন থেকেই বিরোধীদের অভিযোগ ছিল, অবাধে ভোট লুঠ করেছে শাসকদল ৷ একাধিক সংবাদমাধ্যমেও সেই ছবিই দেখেছে রাজ্যবাসী ৷ এবার উল্টো অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস (CPIM forcefully wins in Taherpur says TMC) ৷
ভোটের আগের দিন মানুষকে ভয় দেখিয়ে, টাকা বিলি করে কার্যত পৌরসভা দখল করেছে বামফ্রন্ট ৷ চাঞ্চল্যকর দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের । পাল্টা দিয়েছে সিপিআইএমও ৷ তাদের দাবি, তৃণমূল সন্ত্রাস না করলে আরও বেশি আসনে জয় আসত । ফলে এই মুহূর্তে নদীয়ার তাহেরপুর পৌরসভা নিয়ে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে ।
তাহেরপুর পৌরসভার 13টি ওয়ার্ডের মধ্যে বামেরা জিতেছে 8টি ওয়ার্ডে । একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাহেরপুর পৌরসভা বামেরা নিজেদের দখলে রেখেছে । গতবারও একই ফলাফলে তাহেরপুরে উড়েছিল লাল পতাকা ৷
আরও পড়ুন : Taherpur OC transferred: তাহেরপুর বামেদের, ফল ঘোষণার পরই ওসি-কে বদলি
অন্যদিকে, তাহেরপুরে ফলাফলের কয়েক ঘণ্টা পার না হতেই বদলি করে দেওয়া হয়েছে তাহেরপুর থানার ওসিকে (Taherpur OC transferred)। তিনি ভোটের সময় নিরপেক্ষতা বজায় রেখেছিলেন বলেই তাঁর এই শাস্তি বলে দাবি বিরোধীদের । পুরোটাই প্রশাসনিক নিয়মে বদলি হয়েছে, পাল্টা দাবি করেছে তৃণমূল । ফলে, পৌরসভা ভোটের ফলাফল প্রকাশের পর এখন রাজ্য-রাজনীতির হটকেক ‘তাহেরপুর’ ৷