ETV Bharat / state

চাপড়ায় বোমাবাজি, মৃত্যু তৃণমূল কর্মীর - চাপড়ায় বোমাবাজি

তৃণমূল পঞ্চায়েত সদস্য শফিক শেখের বাড়িতে বৈঠক ছিল । অভিযোগ, সেখান থেকে ফেরার পথে তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় BJP আশ্রিত দুষ্কৃতীরা । চলে বোমাবাজি ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Nov 18, 2019, 12:24 PM IST

নদিয়া, ১৮ নভেম্বর : নদিয়ার চাপড়া থানার ব্রহ্মণগড়ে তৃণমূল কর্মীদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । মৃত্যু হয়েছে রফিক শেখ নামে এক তৃণমূল কর্মীর । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি আরও একজন ।

আজ সকালে চাপড়া থানার বেতবেড়িয়া গ্রামের কয়েকজন তৃণমূল কর্মী ব্রহ্মণগড় গ্রামে যান । সেখানে দলেরই পঞ্চায়েত সদস্য শফিক শেখের বাড়িতে বৈঠক ছিল । অভিযোগ, সেখান থেকে ফেরার পথে তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় BJP আশ্রিত দুষ্কৃতীরা । চলে বোমাবাজি । ঘটনাস্থানেই রফিক শেখ নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয় ।

দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন শামিম বিশ্বাস নামে আরও এক তৃণমূল কর্মী । আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় চাপড়া হাসপাতালে । পরে তাঁকে কৃষ্ণনগরে নিয়ে যাওয়া হয় ।

এই হামলার সঙ্গে তাদের কেউ জড়িত নয় বলে জানিয়ে দিয়েছে স্থানীয় BJP নেতৃত্ব ।

নদিয়া, ১৮ নভেম্বর : নদিয়ার চাপড়া থানার ব্রহ্মণগড়ে তৃণমূল কর্মীদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । মৃত্যু হয়েছে রফিক শেখ নামে এক তৃণমূল কর্মীর । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি আরও একজন ।

আজ সকালে চাপড়া থানার বেতবেড়িয়া গ্রামের কয়েকজন তৃণমূল কর্মী ব্রহ্মণগড় গ্রামে যান । সেখানে দলেরই পঞ্চায়েত সদস্য শফিক শেখের বাড়িতে বৈঠক ছিল । অভিযোগ, সেখান থেকে ফেরার পথে তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় BJP আশ্রিত দুষ্কৃতীরা । চলে বোমাবাজি । ঘটনাস্থানেই রফিক শেখ নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয় ।

দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন শামিম বিশ্বাস নামে আরও এক তৃণমূল কর্মী । আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় চাপড়া হাসপাতালে । পরে তাঁকে কৃষ্ণনগরে নিয়ে যাওয়া হয় ।

এই হামলার সঙ্গে তাদের কেউ জড়িত নয় বলে জানিয়ে দিয়েছে স্থানীয় BJP নেতৃত্ব ।

Intro:দিনদুপুরে বোমাবাজি,ঘটনায় মৃত্যু এক তৃণমূল কর্মীর,আহত আরও এক।সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানার ব্রহ্মণগরে।মৃত তৃণমূল কর্মীর নাম রফিক শেখ।ঘটনায় অভিযোগের বিজেপির বিরুদ্ধে।সূত্রের খবর,সোমবার সকালে চাপড়া থানার বেতবেরিয়া গ্রামের কিছু তৃণমূল কর্মী ব্রহ্মনগর গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শফিক শেখের বাড়ীতে দলীয় মিটিং এর জন্য যায়।অভিযোগ,সেখান থেকে ফেরার পথে ওই তৃণমূল কর্মীদের গাড়ী লক্ষ করে হামলা চালায় বিজেপি আশ্রিত দুস্কৃতিরা।অভিযোগ,দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রফিক শেখ নামের এক তৃণমূল কর্মীর।ঘটনায় দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন শামীম বিশ্বাস নামের আরও এক তৃণমূল কর্মী।তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চাপড়া হাসপাতাল ও পরে কৃষ্ণনগর স্থানান্তরিত করা হয়েছে।প্রকাশ্য দিবালোকে এহেন হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চাপড়া এলাকায়।যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।Body:CHAPRA MARDARConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.