শান্তিপুর (নদিয়া), 5 এপ্রিল: পঞ্চায়েত নির্বাচন আসন্ন ৷ তার আগেই মঙ্গলবার গভীর রাতে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও বিজেপির তোলা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল ।
নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গবার চরের বিজেপি নেতা সমীর বিশ্বাসের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ভাগীরথী নদীর তীরে তাঁর পরিবারের এক সদস্যের সঙ্গে অশান্তি হয় তৃণমূলের বেশ কিছু যুবকদের ৷ পরবর্তীতে রাত দুটো নাগাদ আচমকায় তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা । সমীর বাইরে বেরিয়ে এসে দেখেন তাঁর ঘরের টিনের চালার উপরে একটি ফাটা বোমা পড়ে রয়েছে ৷ আরও একটি বোমা নীচে পড়ে থাকতে দেখেন তিনি । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ ৷ এরপর বোমাগুলি উদ্ধার করে তারা।
সমীর বিশ্বাসের অভিযোগ, এই ঘটনার সঙ্গে ওই অঞ্চলের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত রয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই শান্তিপুরের বিজেপির শীর্ষ নেতৃত্বরা সমীর বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখা করেন । তবে বোমাবাজির ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেন ওই অঞ্চলের 237 নম্বর বুথের সভাপতি রঘুনাথ মিত্র ।
তিনি দাবি করেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন এই অঞ্চলে তৃণমূলের যথেষ্টই প্রভাব রয়েছে ৷ বিজেপির কোনওরকম প্রভাব নেই বলে নিজেরা চক্রান্ত করেই বোমাবাজি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে । তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতি করে না । তিনি আরও বলেন, "আমরা সকলেই এই অঞ্চলে মিলেমিশে বসবাস করি ।" তবে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে । তারপরই বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ । এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷
আরও পড়ুন: স্ত্রী-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা তৃণমূল নেতার ! প্রতিবেশীদের সাহায্য প্রাণরক্ষা