ETV Bharat / state

পাওনা টাকা না পেয়ে বন্ধুকে খুন, ধৃত 3 - Murder

নদিয়ার হোগলবেড়িয়ার মেঘনা গ্রামে খুন এক যুবক ৷ উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ ৷ গ্রেপ্তার তাঁর তিন বন্ধু ৷ তদন্ত শুরু করেছে হোগলবেড়িয়া থানার পুলিশ ৷

অমিয় বিশ্বাস
author img

By

Published : Aug 4, 2019, 5:50 PM IST

হোগলবেড়িয়া (নদিয়া), 4 অগাস্ট : পাওনা টাকা না দিতে পারায় নদিয়ায় খুন যুবক ৷ মৃতের নাম অমিয় বিশ্বাস ৷ তাঁর বাড়ি নদিয়ার হোগলবেড়িয়া থানার মেঘনা গ্রামে ৷ অমিয়র বাড়ির লোকের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে মাটিতে পুঁতে দেয় তাঁর বন্ধুরা ৷

2 অগাস্ট থেকে নিখোঁজ ছিলেন অমিয় বিশ্বাস ৷ বন্ধুদের ডাকে বেরিয়ে অমিয় বাড়িতে না ফেরায় চিন্তায় পড়ে যায় বিশ্বাস পরিবার ৷ অমিয়র বাবা ছেলেকে বার বার ফোন করতে থাকেন ৷ যতবারই তিনি ফোন করেন ততবারই ফোন ধরে অনিমেষ মণ্ডল নামে অমিয়র এক বন্ধু । বার বার এরকম হওয়ায় সন্দেহ দানা বাঁধে অমিয়র বাবার মনে ।

এরপর গতকাল অমিয়র পরিবারের পক্ষ থেকে হোগলবেড়িয়া থানায় অনিমেষ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে অনিমেষকে গতকাল পুলিশ আটক করে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অনিমেষ ও তাঁর দুই বন্ধু অমিয়কে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে । অনিমেষের বয়ানের উপর ভিত্তি করে তার বাকি দুই বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় অমিয়র মৃতদেহের হদিশ ৷

আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হোগলবেড়িয়া থানার পুলিশ মেঘনা গ্রামের জঙ্গল থেকে উদ্ধার করে অমিয় বিশ্বাসের মৃতদেহ । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তবে খুনের প্রকৃত কারণ এখন স্পষ্ট নয় । অনিমেষ দাবি করেছে, সে অমিয়র কাছ থেকে 10 হাজার টাকা পেত ৷ সেই টাকা না পেয়ে খুন করেছে ৷ তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ ।

হোগলবেড়িয়া (নদিয়া), 4 অগাস্ট : পাওনা টাকা না দিতে পারায় নদিয়ায় খুন যুবক ৷ মৃতের নাম অমিয় বিশ্বাস ৷ তাঁর বাড়ি নদিয়ার হোগলবেড়িয়া থানার মেঘনা গ্রামে ৷ অমিয়র বাড়ির লোকের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে মাটিতে পুঁতে দেয় তাঁর বন্ধুরা ৷

2 অগাস্ট থেকে নিখোঁজ ছিলেন অমিয় বিশ্বাস ৷ বন্ধুদের ডাকে বেরিয়ে অমিয় বাড়িতে না ফেরায় চিন্তায় পড়ে যায় বিশ্বাস পরিবার ৷ অমিয়র বাবা ছেলেকে বার বার ফোন করতে থাকেন ৷ যতবারই তিনি ফোন করেন ততবারই ফোন ধরে অনিমেষ মণ্ডল নামে অমিয়র এক বন্ধু । বার বার এরকম হওয়ায় সন্দেহ দানা বাঁধে অমিয়র বাবার মনে ।

এরপর গতকাল অমিয়র পরিবারের পক্ষ থেকে হোগলবেড়িয়া থানায় অনিমেষ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে অনিমেষকে গতকাল পুলিশ আটক করে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অনিমেষ ও তাঁর দুই বন্ধু অমিয়কে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে । অনিমেষের বয়ানের উপর ভিত্তি করে তার বাকি দুই বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় অমিয়র মৃতদেহের হদিশ ৷

আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হোগলবেড়িয়া থানার পুলিশ মেঘনা গ্রামের জঙ্গল থেকে উদ্ধার করে অমিয় বিশ্বাসের মৃতদেহ । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তবে খুনের প্রকৃত কারণ এখন স্পষ্ট নয় । অনিমেষ দাবি করেছে, সে অমিয়র কাছ থেকে 10 হাজার টাকা পেত ৷ সেই টাকা না পেয়ে খুন করেছে ৷ তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:পাওনা টাকা না দিতে পারার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুন করে মাটিতে পুঁতে দিল অন্য এক বন্ধু সহ আরো দুইজন। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার হোগোলবেড়িয়া থানার মেঘনা গ্রামে।
স্থানীয় সূত্রে খবর গত তিনদিন ধরে নিখোঁজ ছিল হোগোলবেড়িয়া থানার হরিপুর গ্রামের অমিও বিশ্বাস নামে এক যুবক। অমিয় বাড়িতে ফিরে না আসায় আমিওর বাবা বারবার আমিওর মোবাইলে ফোন করতে থাকে। যতবারই ফোন করে ততোবারই ধরে অনিমেষ মন্ডল নামে অমিয় র বন্ধু। এ নিয়ে সন্দেহ দানা বাঁধে।এরপর আমিওর পরিবারের পক্ষ থেকে হোগলবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই অনিমেষকে পুলিশ জিজ্ঞাসা করে জানতে পারে তারা মোট তিন বন্ধু মিলে তাকে মাটিতে পুঁতে রেখেছে। আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটির তলা থেকে ফুলবাড়িয়া থানার পুলিশ উদ্ধার করে অমিয় বিশ্বাসের মৃতদেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে খুনের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। বন্ধু অনিমেষ আমিওর কাছ থেকে 10 হাজার টাকা পেত সেই কারণে, নাকি এর পিছনে অন্য কারণ তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই খুনের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে হোগোলবেড়িয়া থানার পুলিশ।Body:HOGOLBERIYA MARDARConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.