ETV Bharat / state

Nadia Murder : নদিয়ায় একই পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন - three members of same family were murder In Nadia

একই পরিবারের তিন সদস্যকে খুন (Nadia three members Murder of same family) ৷ ঘটনাটি নদিয়ার পলাশিপাড়ার ৷ পুলিশ দেহ পাঠিয়েছে ময়নাতদন্তে ৷

Nadia Murder news
নদিয়া খুন
author img

By

Published : May 3, 2022, 2:18 PM IST

Updated : May 3, 2022, 2:33 PM IST

নদিয়া, 3 মে : একই পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুনের ঘটনায় চাঞ্চল্য় ছড়াল (Nadia three members Murder of same family)। বাবা, মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়া থানার রানিনগর তুঁতবাগান এলাকায় । মৃতদের নাম ডোমন রাজোয়ার (63), সুনিতা রাজোয়ার (৫৫) ও মালা মণ্ডল (28) ৷

জানা গিয়েছে, ডোমন রাজোয়ার, তাঁর স্ত্রী সুনিতা রাজোয়ার এবং তাঁর মেয়ে মালা মণ্ডল তুঁতবাগান এলাকায় একই বাড়িতে থাকতেন । বেশ কয়েক বছর আগে তাঁদের মেয়ে মালার বিয়ে হয় । তাঁদের তিনটি সন্তান রয়েছে । তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন । সেই কারণে মালা সন্তানদের নিয়ে বাবার বাড়িতেই থাকতেন ।

আরও পড়ুন : College Student Murder : মেস থেকে ডেকে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন ! আতঙ্কে বহরমপুর

গতকাল রাতে প্রতিদিনের মতো তাঁরা বাড়িতে ঘুমিয়ে ছিলেন । হঠাৎ কয়েক জন দুষ্কৃতী চড়াও হয় ডোমন রাজোয়ারের বাড়িতে । ধারাল অস্ত্র দিয়ে প্রথমে ডোমন এবং সুমিতা রাজোয়ারকে গলার নলি কেটে খুন করে। এরপরে বিষয়টি বুঝতে পেরে মালা রাজুয়ার বাড়ি থেকে বেরিয়ে পালাতে যান । ঠিক তখনই দুষ্কৃতীরা তাঁকে পিছনে ধাওয়া করে এলোপাথাড়ি কোপাতে থাকে । আওয়াজ পেয়ে প্রতিবেশীরা উঠে দেখেন দুষ্কৃতীরা পালিয়েছে । রক্তাক্ত অবস্থায় বাইরে পড়ে রয়েছে মালার দেহ । এরপর ঘরে গিয়ে তাঁরা দেখেন মালার বাবা-মাও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে । যদিও ওই তিন শিশুকন্যাকে কোনও আক্রমণ করেনি দুষ্কৃতীরা । এরপরই স্থানীয়রা খবর দেন পলাশীপাড়া থানায় ।

নদিয়ায় একই পরিবারের তিন জনকে খুন, এলাকায় চাঞ্চল্য়

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহগুলি রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । যদিও ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় । এই খুনের পিছনে কোনও বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তদন্তের স্বার্থে আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷

নদিয়া, 3 মে : একই পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুনের ঘটনায় চাঞ্চল্য় ছড়াল (Nadia three members Murder of same family)। বাবা, মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়া থানার রানিনগর তুঁতবাগান এলাকায় । মৃতদের নাম ডোমন রাজোয়ার (63), সুনিতা রাজোয়ার (৫৫) ও মালা মণ্ডল (28) ৷

জানা গিয়েছে, ডোমন রাজোয়ার, তাঁর স্ত্রী সুনিতা রাজোয়ার এবং তাঁর মেয়ে মালা মণ্ডল তুঁতবাগান এলাকায় একই বাড়িতে থাকতেন । বেশ কয়েক বছর আগে তাঁদের মেয়ে মালার বিয়ে হয় । তাঁদের তিনটি সন্তান রয়েছে । তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন । সেই কারণে মালা সন্তানদের নিয়ে বাবার বাড়িতেই থাকতেন ।

আরও পড়ুন : College Student Murder : মেস থেকে ডেকে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন ! আতঙ্কে বহরমপুর

গতকাল রাতে প্রতিদিনের মতো তাঁরা বাড়িতে ঘুমিয়ে ছিলেন । হঠাৎ কয়েক জন দুষ্কৃতী চড়াও হয় ডোমন রাজোয়ারের বাড়িতে । ধারাল অস্ত্র দিয়ে প্রথমে ডোমন এবং সুমিতা রাজোয়ারকে গলার নলি কেটে খুন করে। এরপরে বিষয়টি বুঝতে পেরে মালা রাজুয়ার বাড়ি থেকে বেরিয়ে পালাতে যান । ঠিক তখনই দুষ্কৃতীরা তাঁকে পিছনে ধাওয়া করে এলোপাথাড়ি কোপাতে থাকে । আওয়াজ পেয়ে প্রতিবেশীরা উঠে দেখেন দুষ্কৃতীরা পালিয়েছে । রক্তাক্ত অবস্থায় বাইরে পড়ে রয়েছে মালার দেহ । এরপর ঘরে গিয়ে তাঁরা দেখেন মালার বাবা-মাও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে । যদিও ওই তিন শিশুকন্যাকে কোনও আক্রমণ করেনি দুষ্কৃতীরা । এরপরই স্থানীয়রা খবর দেন পলাশীপাড়া থানায় ।

নদিয়ায় একই পরিবারের তিন জনকে খুন, এলাকায় চাঞ্চল্য়

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহগুলি রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । যদিও ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় । এই খুনের পিছনে কোনও বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তদন্তের স্বার্থে আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷

Last Updated : May 3, 2022, 2:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.