কৃষ্ণনগর, 17 মে : মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার কৃষ্ণনগরে । ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ৷ রবিবার সকালে মন্দির খোলার পর বিষয়টি নজরে এলে মন্দির কর্তৃপক্ষ সহ স্থানীয় পুলিশকে খবর দেয় মন্দিরের পূজারী বিবেক মুখোপাধ্যায় ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর থানার পুলিশ । স্থানীয়দের অভিযোগ, শনিবার গভীর রাতে মন্দিরে ঢুকে দেবীমূর্তির সোনার টিপ সহ অন্যান্য অলংকার নিয়ে চম্পট দেয় চোরের দল । রাতে মন্দিরের সামনে পুলিশি নজরদারি সহ মন্দিরের নিজস্ব নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে চুরির ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।
আরও পড়ুন : রবিবাসরীয় বাজারে কেমন ছিল কড়াকড়ির প্রথম দিন ! দেখে নিন একঝলকে...
প্রাচীন এই মন্দির থেকে অলংকার চুরি হওয়া নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । গ্রামবাসীদের প্রশ্ন, এত নিরাপত্তা দেওয়া সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা এইভাবে রাতের অন্ধকারে চুরি করতে পারল । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ ৷ দোষীদের খোঁজে তদন্ত শুরু হয়েছে ।