শান্তিপুর, 22 মে : জনবহুল বসতি এলাকার একাধিক জায়গায় বেশ কয়েকটি পিপিই কিট পড়ে থাকাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায় । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার 12 নম্বর ওয়ার্ডের পাটেশ্বরী স্ট্রিটে ।
অভিযোগ, সকাল থেকেই এলাকার মানুষজন ওই এলাকায় আবর্জনার স্তূপে ও রাস্তার পাশে বেশ কয়েকটি পিপিই কিট ও কিছু লেপ-তোষক পড়ে থাকতে দেখেন । এই ঘটনা আতঙ্ক ছড়াতে থাকে এলাকায় ৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান, কোনও করোনা আক্রান্ত রোগীর ব্যবহৃত পিপিই কিট কেউ রাতের অন্ধকারে আবর্জনার স্তূপের উপর ফেলে যায় ।
আরও পড়ুন : ধুপগুড়িতে পোলট্রি ফার্মে কোয়ারেনটাইনে 5 যুবক
এই পিপিই কিট থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ ৷ স্থানীয়রা বিষয়টি সকালেই শান্তিপুর পৌরসভায় জানায় ৷ পৌরসভার তরফ থেকে দু’জন আধিকারিক বিষয়টি দেখে যান ৷ কিন্তু বেলা বাড়লেও ওই পিপিই কিট নিয়ে যাওয়ার কোনও উদ্যোগই পৌরসভা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের ৷