ETV Bharat / state

কৃষ্ণনগরে কোভিড হাসপাতালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ - কৃষ্ণনগর গ্লোবাল কোভিভ হাসপাতাল

অস্থায়ী কর্মীদের অভিযোগ, তাঁরা যে বেতন পাচ্ছেন তাতে সংসার চালানো কষ্টকর । স্বাস্থ্য দপ্তরকে অবিলম্বে তাঁদের জন্য ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বিক্ষোভকারীরা ।

temporary health workers protest over salary issue at krishnanagar
কৃষ্ণনগরে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ প্রদর্শন
author img

By

Published : Nov 14, 2020, 1:51 PM IST

কৃষ্ণনগর, 14 নভেম্বর : কোভিড হাসপাতালে কাজ করেও কাজের নিশ্চয়তা না থাকার অভিযোগ । অভিযোগে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা । নদিয়ার কৃষ্ণনগর গ্লোবাল কোভিভ হাসপাতালের ঘটনা ।

কোরোনার সংক্রমণ ছড়ানোর পর থেকে রাজ্যের প্রত্যেক জেলায় কোভিড হাসপাতাল চালু করা হয়েছে । ঠিক সেইমতো নদিয়াতে বর্তমানে দু'টি কোভিড হাসপাতাল রয়েছে । একটি কল্যাণীতে এবং অন্যটি কৃষ্ণনগরে । বিক্ষোভকারীদের দাবি, কৃষ্ণনগর গ্লোবাল কোভিড হাসপাতাল চালু হওয়ার পর থেকে তাঁরা সেখানে কর্মরত । প্রায় 12 ঘণ্টা করে তাঁরা কাজ করেন । কিন্তু মাসিক বেতন আট হাজার টাকা । যা দিয়ে সংসার চালাতে তাঁদের সমস্যা হয় । বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করে যাঁদের সুস্থ করে তুলেছেন, তাঁরা পরবর্তীকালে 15 হাজার টাকা বেতনে কাজ পাচ্ছেন ওই একই হাসপাতালে । অথচ তাঁদের নিয়ে কোনও চিন্তা-ভাবনা নেই স্বাস্থ্য দপ্তরের ।

অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ প্রদর্শন

এক বিক্ষোভকারী বলেন, "যেহেতু আমরা কোরোনা হাসপাতালে কর্মরত সেকারণে আমাদের সব সময় একটা আক্রান্ত হওয়ার ভয় থেকেই থাকে । আমরা মারা গেলে কোনও বিমার ব্যবস্থা নেই । আমাদের কিছু হয়ে গেলে সংসারের কী হবে ?" দাবিগুলি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন ও কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

কৃষ্ণনগর, 14 নভেম্বর : কোভিড হাসপাতালে কাজ করেও কাজের নিশ্চয়তা না থাকার অভিযোগ । অভিযোগে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা । নদিয়ার কৃষ্ণনগর গ্লোবাল কোভিভ হাসপাতালের ঘটনা ।

কোরোনার সংক্রমণ ছড়ানোর পর থেকে রাজ্যের প্রত্যেক জেলায় কোভিড হাসপাতাল চালু করা হয়েছে । ঠিক সেইমতো নদিয়াতে বর্তমানে দু'টি কোভিড হাসপাতাল রয়েছে । একটি কল্যাণীতে এবং অন্যটি কৃষ্ণনগরে । বিক্ষোভকারীদের দাবি, কৃষ্ণনগর গ্লোবাল কোভিড হাসপাতাল চালু হওয়ার পর থেকে তাঁরা সেখানে কর্মরত । প্রায় 12 ঘণ্টা করে তাঁরা কাজ করেন । কিন্তু মাসিক বেতন আট হাজার টাকা । যা দিয়ে সংসার চালাতে তাঁদের সমস্যা হয় । বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করে যাঁদের সুস্থ করে তুলেছেন, তাঁরা পরবর্তীকালে 15 হাজার টাকা বেতনে কাজ পাচ্ছেন ওই একই হাসপাতালে । অথচ তাঁদের নিয়ে কোনও চিন্তা-ভাবনা নেই স্বাস্থ্য দপ্তরের ।

অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ প্রদর্শন

এক বিক্ষোভকারী বলেন, "যেহেতু আমরা কোরোনা হাসপাতালে কর্মরত সেকারণে আমাদের সব সময় একটা আক্রান্ত হওয়ার ভয় থেকেই থাকে । আমরা মারা গেলে কোনও বিমার ব্যবস্থা নেই । আমাদের কিছু হয়ে গেলে সংসারের কী হবে ?" দাবিগুলি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন ও কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.