ETV Bharat / state

Temple of the Vedic Planetarium: বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির পেতে চলেছে রাজ্য, অপেক্ষা মাত্র বছর দুয়েকের

author img

By

Published : Sep 2, 2022, 7:37 AM IST

Updated : Sep 2, 2022, 1:14 PM IST

বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির পেতে চলেছে পশ্চিমবঙ্গ । মায়াপুরে গড়ে ওঠা বৈদিক প্ল্যানেটোরিয়াম 2024 সালেই সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে (Vedic Planetarium is Set to Open in 2024) ।

Temple of the Vedic Planetarium
বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির পেতে চলেছে রাজ্য

মায়াপুর, 2 সেপ্টেম্বর: এটা এক স্বপ্নের গল্প । এটা স্বপ্ন দেখার গল্পও বটে । স্বপ্ন দেখার শুরু হয়েছিল 1976 সালে। এরপর কেটে গিয়েছে সাড়ে চার দশকেরও বেশি সময় । এবার অবসান হতে চলেছে অপেক্ষার (Vedic Planetarium is Set to Open in 2024) । বছর দুয়েকের মধ্যে পশ্চিমবঙ্গ পেতে চলেছে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির । মায়াপুরে একটু একটু করে গড়ে ওঠা বৈদিক প্ল্যানেটোরিয়াম আকার আয়তনের দিক থেকে বাকি সবাইকে পেছনে ফেলে দেবে । আধুনিক সভ্যতায় বিশ্বমানব এতদিন তাজমহল (Taj Mahal) থেকে শুরু করে সেন্ট পল ক্যাথিড্রাল বা আঙ্কোর ভাটের মতো ধর্মীয় স্থাপত্য নিয়ে গর্ব করত । সেই তালিকায় এবার যুক্ত হবে মায়াপুর । প্রায় ১০ হাজার ভক্ত একসঙ্গে একত্রিত হওয়ার সুযোগ পাবেন ।

ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরেই গড়ে উঠছে এই বৈদিক প্ল্যানেটোরিয়াম (Vedic Planetarium ) । 1976 সালে ইসকনের প্রতিষ্ঠাতা প্রথম এই প্ল্যানেটোরিয়াম তৈরির স্বপ্ন দেখেছিলেন । তাঁর মনে হয়েছিল ইসকন মন্দিরের পাশে এমন কোনও একটি ভবন থাকা দরকার যেখানে বৈদিক জ্ঞান-বিজ্ঞান নিয়ে চর্চা হবে । পাশাপাশি বিশ্বের সৃষ্টি কীভাবে হল সেই তথ্য সকলের কাছে তুলে ধরা হবে। বৈদিক জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে সামগ্রিক সচেতনতা গড়ে তুলতেই এমন ভবন তৈরির স্বপ্ন দেখেছিলেন তিনি।

বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির পেতে চলেছে পশ্চিমবঙ্গ

আরও পড়ুন: বৃষ্টির লাল সতর্কতা উত্তরবঙ্গে, দক্ষিণে প্রাপ্তি অস্বস্তিকর গরম

2010 সালের 14 ফেব্রুয়ারি ভবনের কাজ শুরু হয় । আমেরিকার সংসদ ভবনের (US Capitol Building) মতো দেখতে এই বৈদিক প্ল্যানেটোরিয়ামটি 2016 সালে তৈরি হয়ে যাওয়ার কথা ছিল । কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি । এরপর করোনার হানায় নির্মাণের কাজ আরও বেশ খানিকটা পিছিয়ে যায় । এখনও পর্যন্ত পরিস্থিতি যা তাতে 2024 সালের মধ্যে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে মন্দিরটি । মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "শ্রী প্রভুপাদের স্বপ্ন ছিল মায়াপুরে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির তৈরি হবে। ইতিমধ্যেই তার কাজ চলছে। ভক্তদের সহযোগিতায় ২০২৪ সালে এই মন্দিরের কাজ সম্পন্ন হবে এবং উদ্বোধন হবে। বিশ্বের মানুষ এখানে শান্তির সন্ধানে আসবে।"

জানা গিয়েছে এই মন্দির তৈরির ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছেন অ্যালফ্রেড ফোর্ড (Alfred Ford)। ফোর্ড কোম্পানির মালিকানা আগামিদিনে তাঁর হাতেই আসতে চলেছে । 1975 সালে তিনি ইসকনে যোগ দেন । তাঁর নতুন নাম হয় অম্বরিশ দাস । তিনি 30 মিলিয়ন ডলার অর্থ সাহায্য করেছেন বলে জানা গিয়েছে । শুধু মন্দির নয় এখানে সংগ্রহশালা থেকে শুরু করে আরও অনেককিছুই থাকতে চলেছে বলে খবর ।

মায়াপুর, 2 সেপ্টেম্বর: এটা এক স্বপ্নের গল্প । এটা স্বপ্ন দেখার গল্পও বটে । স্বপ্ন দেখার শুরু হয়েছিল 1976 সালে। এরপর কেটে গিয়েছে সাড়ে চার দশকেরও বেশি সময় । এবার অবসান হতে চলেছে অপেক্ষার (Vedic Planetarium is Set to Open in 2024) । বছর দুয়েকের মধ্যে পশ্চিমবঙ্গ পেতে চলেছে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির । মায়াপুরে একটু একটু করে গড়ে ওঠা বৈদিক প্ল্যানেটোরিয়াম আকার আয়তনের দিক থেকে বাকি সবাইকে পেছনে ফেলে দেবে । আধুনিক সভ্যতায় বিশ্বমানব এতদিন তাজমহল (Taj Mahal) থেকে শুরু করে সেন্ট পল ক্যাথিড্রাল বা আঙ্কোর ভাটের মতো ধর্মীয় স্থাপত্য নিয়ে গর্ব করত । সেই তালিকায় এবার যুক্ত হবে মায়াপুর । প্রায় ১০ হাজার ভক্ত একসঙ্গে একত্রিত হওয়ার সুযোগ পাবেন ।

ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরেই গড়ে উঠছে এই বৈদিক প্ল্যানেটোরিয়াম (Vedic Planetarium ) । 1976 সালে ইসকনের প্রতিষ্ঠাতা প্রথম এই প্ল্যানেটোরিয়াম তৈরির স্বপ্ন দেখেছিলেন । তাঁর মনে হয়েছিল ইসকন মন্দিরের পাশে এমন কোনও একটি ভবন থাকা দরকার যেখানে বৈদিক জ্ঞান-বিজ্ঞান নিয়ে চর্চা হবে । পাশাপাশি বিশ্বের সৃষ্টি কীভাবে হল সেই তথ্য সকলের কাছে তুলে ধরা হবে। বৈদিক জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে সামগ্রিক সচেতনতা গড়ে তুলতেই এমন ভবন তৈরির স্বপ্ন দেখেছিলেন তিনি।

বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির পেতে চলেছে পশ্চিমবঙ্গ

আরও পড়ুন: বৃষ্টির লাল সতর্কতা উত্তরবঙ্গে, দক্ষিণে প্রাপ্তি অস্বস্তিকর গরম

2010 সালের 14 ফেব্রুয়ারি ভবনের কাজ শুরু হয় । আমেরিকার সংসদ ভবনের (US Capitol Building) মতো দেখতে এই বৈদিক প্ল্যানেটোরিয়ামটি 2016 সালে তৈরি হয়ে যাওয়ার কথা ছিল । কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি । এরপর করোনার হানায় নির্মাণের কাজ আরও বেশ খানিকটা পিছিয়ে যায় । এখনও পর্যন্ত পরিস্থিতি যা তাতে 2024 সালের মধ্যে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে মন্দিরটি । মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "শ্রী প্রভুপাদের স্বপ্ন ছিল মায়াপুরে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির তৈরি হবে। ইতিমধ্যেই তার কাজ চলছে। ভক্তদের সহযোগিতায় ২০২৪ সালে এই মন্দিরের কাজ সম্পন্ন হবে এবং উদ্বোধন হবে। বিশ্বের মানুষ এখানে শান্তির সন্ধানে আসবে।"

জানা গিয়েছে এই মন্দির তৈরির ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছেন অ্যালফ্রেড ফোর্ড (Alfred Ford)। ফোর্ড কোম্পানির মালিকানা আগামিদিনে তাঁর হাতেই আসতে চলেছে । 1975 সালে তিনি ইসকনে যোগ দেন । তাঁর নতুন নাম হয় অম্বরিশ দাস । তিনি 30 মিলিয়ন ডলার অর্থ সাহায্য করেছেন বলে জানা গিয়েছে । শুধু মন্দির নয় এখানে সংগ্রহশালা থেকে শুরু করে আরও অনেককিছুই থাকতে চলেছে বলে খবর ।

Last Updated : Sep 2, 2022, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.