নবদ্বীপ, 2 অক্টোবর : নাবালিকা ছাত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরে অশালীন মেসেজ ও অশ্লীল ভাষায় কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার গৃহশিক্ষক । ধৃতের নাম স্নেহাশিস রায় । বাড়ি নবদ্বীপ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ওলাদেবীতলা এলাকায় ।
অভিযুক্ত ব্যক্তি কৃষ্ণনগরের একটি কলেজের চুক্তিভিত্তিক অধ্যাপক । বুড়োশিবতলা রোডে বৈদিক সংস্কৃত শিক্ষাকেন্দ্র নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালান তিনি । সেখানেই পড়তে যেত ওই ছাত্রী ।
ছাত্রীর মায়ের অভিযোগ, " শুধু মোবাইলে মেসেজ পাঠানো নয় । মেয়েকে শারীরিক ভাবেও নির্যাতন চালাত অভিযুক্ত ওই শিক্ষক ।" ছাত্রীর মায়ের আরও অভিযোগ, বিষয়টি কাউকে জানালে ফল ভালো হবে না বলেও হুমকি দিত ওই শিক্ষক । ছাত্রীর মায়ের অভিযোগ, "2019 সাল থেকে মেয়ের উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে অভিযুক্ত ওই গৃহশিক্ষক । ওই শিক্ষক এই বলে হুমকি দিত যে, বিষয়টি কাউকে জানালেও তাকে কেউ কিছু করতে পারবে না । তার এক ডাকেই পঞ্চাশটি ছেলে তার পাশে এসে দাঁড়াবে বলেও ভয় দেখাত । "
নাবালিকার মা আরও বলেন, " এতদিন ভয়ে কাউকে কিছু জানাতে পারিনি । শহরের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আমাদের পাশে দাঁড়াতেই কিছুটা মানসিক বল পাই । তারপরই সিদ্ধান্ত নিই যে, ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাব । সেই মতো বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত শিক্ষক স্নেহাশিস রায়ের নামে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ জানাই ।" অভিযোগ পেয়ে তদন্তে নেমে অভিযুক্ত শিক্ষককে রাতেই তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ ।