ETV Bharat / state

Suvendu Adhikari : ইটিভি ভারতের সাংবাদিককে ‘চটি চাটা চ্যানেল’ বলে কটাক্ষ শুভেন্দুর, নিন্দা সিপিএম-তৃণমূলের - শান্তিপুর

নদিয়ার শান্তিপুরে দলীয় কর্মসূচিতে এসেছিলেন শুভেন্দু অধিকারী ৷ এখানেই ইটিভি ভারতের প্রতিনিধিকে ‘চটি চাটা চ্যানেল’ বলে কটাক্ষ করেন তিনি ৷ ঘটনার নিন্দায় সরব তৃণমূল ৷

Suvendu Adhikari criticizing etv bharat journalist at Santipur
Suvendu Adhikari : ইটিভি ভারতের সাংবাদিককে ‘চটি চাঁটা চ্যানেল’ বলে কটাক্ষ শুভেন্দুর
author img

By

Published : Oct 22, 2021, 8:43 PM IST

Updated : Oct 23, 2021, 3:54 PM IST

শান্তিপুর, 22 অক্টোবর : সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্নের মুখে তাঁকে "চটি চাটা চ্যানেল" বলে কটাক্ষ করলেন তিনি ৷ যদিও পরে শুভেন্দু দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ ঘটনার নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন : BJP Protest : বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসানসোলে শুভেন্দুর মশাল মিছিল

শুক্রবার নদিয়ার শান্তিপুরে একটি কর্মিসভা করেন শুভেন্দু ৷ সেখানে দলীয় কর্মী ও সমর্থকদের বসার যথেষ্ট বন্দোবস্ত থাকলেও বেশিরভাগ আসনই ছিল ফাঁকা ৷ কর্মসূচি শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি বিধায়ক ৷ সেই সময়েই ইটিভি ভারতের প্রতিনিধি তাঁর কাছে জানতে চান, আগে বিজেপির সভায় এত ভিড় হত ৷ তাহলে এদিন কেন সভা ভরল না ? সাংবাদিকদের এই প্রশ্ন শুনেই চটে যান শুভেন্দু ৷ আমাদের প্রতিনিধির কাছে জানতে চান, তিনি কোন চ্যানেলের লোক ? প্রতিনিধির মুখে ‘ইটিভি’ শুনেই তাঁকে "চটি চাটা চ্যানেল’’ বলে কটাক্ষ করেন রাজ্যে বিরোধী দলনেতা ৷ স্পষ্ট জানান, কোভিডবিধি অনুযায়ী, এক হাজারের বেশি লোক নিয়ে সভা করা যায় না ৷ কিন্তু, তাঁর সভায় এক হাজারের বেশিই জনসমাগম হয়েছিল ৷

মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন : Babul vs Suvendu : 'কাঁকড়ায় ভরা' দল, বাড়ির অন্দর থেকে পাঠ নিন, শুভেন্দুকে জবাব বাবুলের

পরে এই নিয়ে ফের শুভেন্দুর মতামত জানতে চায় ইটিভি ভারত ৷ সেই সময় মোবাইলে ইটিভি ভারতের আর এক প্রতিনিধিকে শুভেন্দু বলেন, তিনি ইটিভিকে উদ্দেশ্য করে এমন কোনও মন্তব্য করতে চাননি ৷ তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে ৷ তবে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) বলেন, "ওর সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভাল ৷ আপনারা ওর কাছে যান কেন ? ওকে বয়কট করুন ৷"

শুভেন্দুর এই মন্তব্যের নিন্দা করে সিপিআই(এম) নেতা রবীন দেব বলেন, "ও আগে যে দলে ছিল এক নেত্রীর অধীনে সেখানেও অন্যদের মতকে গুরুত্ব না-দেওয়া মনোভাব ছিল, এখন অন্য দলে গিয়েছে কিন্তু স্বভাব বদলায়নি ৷ কিন্তু গণতন্ত্রের পক্ষে এটা মোটেই ভাল নয় ৷ রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে ওর উচিত সবার মতকে গুরুত্ব দেওয়া ৷ না-হলে সেটা হবে গণতন্ত্রের জন্য খারাপ ৷"

শান্তিপুর, 22 অক্টোবর : সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্নের মুখে তাঁকে "চটি চাটা চ্যানেল" বলে কটাক্ষ করলেন তিনি ৷ যদিও পরে শুভেন্দু দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ ঘটনার নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন : BJP Protest : বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসানসোলে শুভেন্দুর মশাল মিছিল

শুক্রবার নদিয়ার শান্তিপুরে একটি কর্মিসভা করেন শুভেন্দু ৷ সেখানে দলীয় কর্মী ও সমর্থকদের বসার যথেষ্ট বন্দোবস্ত থাকলেও বেশিরভাগ আসনই ছিল ফাঁকা ৷ কর্মসূচি শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি বিধায়ক ৷ সেই সময়েই ইটিভি ভারতের প্রতিনিধি তাঁর কাছে জানতে চান, আগে বিজেপির সভায় এত ভিড় হত ৷ তাহলে এদিন কেন সভা ভরল না ? সাংবাদিকদের এই প্রশ্ন শুনেই চটে যান শুভেন্দু ৷ আমাদের প্রতিনিধির কাছে জানতে চান, তিনি কোন চ্যানেলের লোক ? প্রতিনিধির মুখে ‘ইটিভি’ শুনেই তাঁকে "চটি চাটা চ্যানেল’’ বলে কটাক্ষ করেন রাজ্যে বিরোধী দলনেতা ৷ স্পষ্ট জানান, কোভিডবিধি অনুযায়ী, এক হাজারের বেশি লোক নিয়ে সভা করা যায় না ৷ কিন্তু, তাঁর সভায় এক হাজারের বেশিই জনসমাগম হয়েছিল ৷

মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন : Babul vs Suvendu : 'কাঁকড়ায় ভরা' দল, বাড়ির অন্দর থেকে পাঠ নিন, শুভেন্দুকে জবাব বাবুলের

পরে এই নিয়ে ফের শুভেন্দুর মতামত জানতে চায় ইটিভি ভারত ৷ সেই সময় মোবাইলে ইটিভি ভারতের আর এক প্রতিনিধিকে শুভেন্দু বলেন, তিনি ইটিভিকে উদ্দেশ্য করে এমন কোনও মন্তব্য করতে চাননি ৷ তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে ৷ তবে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) বলেন, "ওর সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভাল ৷ আপনারা ওর কাছে যান কেন ? ওকে বয়কট করুন ৷"

শুভেন্দুর এই মন্তব্যের নিন্দা করে সিপিআই(এম) নেতা রবীন দেব বলেন, "ও আগে যে দলে ছিল এক নেত্রীর অধীনে সেখানেও অন্যদের মতকে গুরুত্ব না-দেওয়া মনোভাব ছিল, এখন অন্য দলে গিয়েছে কিন্তু স্বভাব বদলায়নি ৷ কিন্তু গণতন্ত্রের পক্ষে এটা মোটেই ভাল নয় ৷ রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে ওর উচিত সবার মতকে গুরুত্ব দেওয়া ৷ না-হলে সেটা হবে গণতন্ত্রের জন্য খারাপ ৷"

Last Updated : Oct 23, 2021, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.