ETV Bharat / state

Suvendu Adhikari: 'অনুব্রতর আয়ের ভাগ পেয়েছেন দিদি', মমতাকে আক্রমণ শুভেন্দুর - panchayat polls

মঙ্গলবার নদিয়ার ফুলিয়ায় ভোট প্রচারে যান শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jul 4, 2023, 10:11 PM IST

শুভেন্দু অধিকারীর বক্তব্য

শান্তিপুর, 4 জুলাই: "অনুব্রত মণ্ডল তো একা খায়নি, ওনাকেও খাইয়েছে ৷ অনুব্রতর আয়ের ভাগ গিয়েছে দিদির ঘরে ৷ 25-75 শতাংশ ভাগাভাগি হতো ৷ এখন অনুব্রত যদি মুখ ফসকে দিদির নাম বলে ফেলে তাহলে দিদিও গারদে যাবেন । সেই কারণে এতদিন পর এখনও অনুব্রতর গুণগান গাইছেন দিদি ।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ক্লিনচিট দেওয়া প্রসঙ্গে এভাবেই মঙ্গলবার তাঁকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ।

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দাবি করেছিলেন, অনুব্রত মণ্ডলকে 11 মাস ধরে জেলে আটকে রেখেছে সিবিআই-ইডি ৷ কোনও অভিযোগ আদালতে প্রমাণ হচ্ছে না ৷ অনুব্রতর মেয়েকেও আটকে রাখা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁকে এদিন কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷

এদিন নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের মাঠে একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা । সেখানে তিনি দলীয় প্রার্থীদের জেতানোর জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন শুভেন্দু ৷ তাঁর কটাক্ষ, অভিষেক অনেকবার রাজনীতি ছাড়ার কথা বলেছেন কিন্তু ছাড়েননি ৷ কারণ রাজনীতি ছাড়লে তিনি আর চাটার্ড ফ্লাইট ও হেলিকপ্টারে চড়তে পারবেন না ৷ বাংলার রাজনীতিতে তাঁর কোনও অবদান নেই ৷ 2011 সালে অভিষেকের পিসিকে মানুষ জিতিয়েছিল ৷ উনি লিফটে চড়া, হেলিকপ্টারে চড়া নেতা ৷

আরও পড়ুন: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র হটুগঞ্জ, অবরুদ্ধ জাতীয় সড়ক

সম্প্রতি সিপিএমের রাজ্যসম্পাদক মহম্মদ সেলিম অভিযোগ করেন, তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী কিষেনজিকে ব্যবহার করতেন সিপিএম কর্মীদের খুন করানোর জন্য ৷ এর পালটা শুভেন্দু এদিন বলেন,"সেলিম হচ্ছেন তৃণমূলের দালাল ৷ তৃণমূলকে হারাতে চায় না ওরা ৷ তৃণমূল এখানে এ টিম, আর সিপিএম হল তাদের বি টিম ৷"

শুভেন্দু অধিকারীর বক্তব্য

শান্তিপুর, 4 জুলাই: "অনুব্রত মণ্ডল তো একা খায়নি, ওনাকেও খাইয়েছে ৷ অনুব্রতর আয়ের ভাগ গিয়েছে দিদির ঘরে ৷ 25-75 শতাংশ ভাগাভাগি হতো ৷ এখন অনুব্রত যদি মুখ ফসকে দিদির নাম বলে ফেলে তাহলে দিদিও গারদে যাবেন । সেই কারণে এতদিন পর এখনও অনুব্রতর গুণগান গাইছেন দিদি ।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ক্লিনচিট দেওয়া প্রসঙ্গে এভাবেই মঙ্গলবার তাঁকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ।

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দাবি করেছিলেন, অনুব্রত মণ্ডলকে 11 মাস ধরে জেলে আটকে রেখেছে সিবিআই-ইডি ৷ কোনও অভিযোগ আদালতে প্রমাণ হচ্ছে না ৷ অনুব্রতর মেয়েকেও আটকে রাখা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁকে এদিন কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷

এদিন নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের মাঠে একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা । সেখানে তিনি দলীয় প্রার্থীদের জেতানোর জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন শুভেন্দু ৷ তাঁর কটাক্ষ, অভিষেক অনেকবার রাজনীতি ছাড়ার কথা বলেছেন কিন্তু ছাড়েননি ৷ কারণ রাজনীতি ছাড়লে তিনি আর চাটার্ড ফ্লাইট ও হেলিকপ্টারে চড়তে পারবেন না ৷ বাংলার রাজনীতিতে তাঁর কোনও অবদান নেই ৷ 2011 সালে অভিষেকের পিসিকে মানুষ জিতিয়েছিল ৷ উনি লিফটে চড়া, হেলিকপ্টারে চড়া নেতা ৷

আরও পড়ুন: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র হটুগঞ্জ, অবরুদ্ধ জাতীয় সড়ক

সম্প্রতি সিপিএমের রাজ্যসম্পাদক মহম্মদ সেলিম অভিযোগ করেন, তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী কিষেনজিকে ব্যবহার করতেন সিপিএম কর্মীদের খুন করানোর জন্য ৷ এর পালটা শুভেন্দু এদিন বলেন,"সেলিম হচ্ছেন তৃণমূলের দালাল ৷ তৃণমূলকে হারাতে চায় না ওরা ৷ তৃণমূল এখানে এ টিম, আর সিপিএম হল তাদের বি টিম ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.