হাঁসখালি, 22 সেপ্টেম্বর: কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সাব-ইন্সপেক্টরের । তিনি নদিয়ার হাঁসখালি থানায় কর্মরত ছিলেন । বয়স হয়েছিল 54 বছর ।
বহরমপুরের বাসিন্দা ওই পুলিশকর্মী বেশ কয়েক বছর ধরে হাঁসখালি থানার সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন । কোরোনা আবহে তিনি ডিউটি করছিলেন । বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তাই হাঁসখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে লালারস পরীক্ষার জন্য দিয়ে আসেন । 19 সেপ্টেম্বর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । স্বাস্থ্য বিভাগের তরফে তাঁকে কৃষ্ণনগর COVID হাসপাতালে ভরতি করা হয় । গতকাল গভীর রাতে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।
ওই পুলিশকর্মীর পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি প্রথম থেকেই হাই সুগারে ভুগছিলেন। কোরোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর ব্লাড প্রেসার অনেকটাই বেড়ে যায় ।
এবিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক অপরেশ বন্দ্যোপাধ্যায় বলেন, "কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ওই পুলিশকর্মী । COVID হাসপাতালে চিকিৎসা চলছিল । তাঁর মৃত্যু খুবই দুঃখজনক ।"