কৃষ্ণগঞ্জ, 6 মার্চ : চিকিৎসক হওয়া তো দূরের কথা, পরিবারকে দেখতে পাব, সেই আশাটাও ছেড়ে দিয়েছিলাম ৷ মৃত্যু সবসময় কাছ থেকে হাতছানি দিচ্ছিল । ইউক্রেন থেকে বাড়ি ফিরে চোখেমুখে আতঙ্কের ছাপ নিয়ে একথা জানালেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া এলাকার ষষ্ঠীতলা পাড়ার বাসিন্দা মেডিকেল ছাত্র অরিন্দম বিশ্বাস ( student return home from Ukraine)।
অরিন্দমের বাবা প্রাক্তন সেনা কর্মী ৷ 4 বছর আগে অরিন্দম গিয়েছিলেন ইউক্রেনে ডাক্তারি পড়তে আর তার মধ্যেই ছন্দপতন । ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কেড়ে নিল তাঁর সব স্বপ্ন । চিকিৎসক হওয়া তো দূরের কথা, প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়েই শুরু হয়েছিল দুশ্চিন্তা বলে জানান অরিন্দম । কোনওরকমে জীবন হাতে নিয়ে বাড়ি ফেরেন তিনি। চোখেমুখে এখনও আতঙ্কের ছাপ। কানে এখনও শুনতে পাচ্ছেন মিসাইল নিক্ষেপের শব্দ।
আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ইউক্রেনে থাকা ভারতীয়দের জরুরি ভিত্তিতে গুগল ফর্ম পূরণ করার নির্দেশ বিদেশ মন্ত্রকের
তিনি বলেন, "পরিবারকে আর দেখতে পাব কিনা তা নিয়ে সংশয় ছিল। তার কারণ আমরা ইউক্রেন থেকে যখন সীমান্তে আসছিলাম তখন হঠাৎ হঠাৎ গোলা বারুদের আওয়াজে কেঁপে উঠছিল চারিদিক। বিমানবন্দরে আসার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করে তবে পৌঁছতে পেরেছি দিল্লি ।" চতুর্থ বর্ষের চিকিৎসক পড়ুয়া অরিন্দম বিশ্বাসের আবেদন যে সমস্ত ভারতীয়রা ইউক্রেনের আটকে আছেন, তাঁদের অতিদ্রুত বাড়ি ফেরার ব্যবস্থা করুক কেন্দ্র এবং তাঁদের ডিগ্রির জন্য কিছু করা হোক ৷
আরও পড়ুন : Return from Ukraine : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন রানীগঞ্জের দুই ডাক্তারি পড়ুয়া