নদিয়া, 8 মার্চ: রং খেলা নিয়ে মায়ের বকুনি! অভিমানে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্র (Student of Class Seven Died by Suicide)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার নঘাটা এলাকায় । মৃত ছাত্রর নাম শুভ বিশ্বাস (12)। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অন্যান্য বন্ধুদের সঙ্গে রং খেলতে বের হয়েছিল শুভ । এরপরই বিকেলেই নিজেকে শেষ করে দেয় এই কিশোর ।
দীর্ঘক্ষণ রং খেলার পর দুপুরবেলা বাড়ি আসে সে । স্নান করে খাওয়া দাওয়ার পরে আবারও রং খেলার বায়না ধরে । তখন তার মা তাকে রং খেলতে বারণ করেন । ওই পড়ুয়া তার মায়ের কথা না-শুনলে তিনি বকাবকি করেন । সূত্রের খবর, এরপরই নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেয় ওই ছাত্র । দীর্ঘক্ষণ কোনও শব্দ না পেলে পরিবারের লোকজনের সন্দেহ হয় । ডাকাডাকি করে কোনও সাড়া পাওয়া যায়নি । এরপরই জানলা দিয়ে পরিবারের সদস্যরা ঝুলন্ত দেহ দেখতে পান ।
পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসে প্রতিবেশীরা । প্রাথমিকভাবে তারাই দরজা ভেঙে ঘরে ঢোকে । ওই ছাত্রকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালের চিকিৎসকরা শুভ বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই রং খেলার দিন ওই নাবালক ছাত্রর মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । প্রতিবেশী গোপাল বিশ্বাস বলেন, '' কী হয়েছে সেটা আমাকে জানা নেই । তবে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্র ।" আরেক বাসিন্দা স্বপন দাস বলেন, '' মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই কিশোরের । এরপরই নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে ।''
আরও পড়ুন: প্রেমে ব্যর্থ যুবকের আত্মহত্যা, হাওড়ার তাঁতিপাড়া লেনে শোকের ছায়া
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । প্রাথমিকভাবে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । পাশাপাশি পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে আদতে কী কারণে এমন ঘটনা ঘটালো ওই ছাত্র । শুধুমাত্র মায়ের সঙ্গে কথা কাটাকাটি জেরে নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ।