ETV Bharat / state

কোরোনা আক্রান্ত যুবকের বাবার সংস্পর্শে আসা ব্য়ক্তিরা সুরক্ষিতই

আজ সাংবাদিক বৈঠক করে নদিয়ার ডেপুটি CMOH 2 অসিতকুমার দেওয়ান জানান, কনফার্ম কেস এখনও পর্যন্ত জেলায় নেই ৷ গতকাল পর্যন্ত ওই শিশু চিকিৎসকের সংস্পর্শে এসেছেন এমন 8জনকে পেয়েছিলাম ৷ কিন্তু কালকের পর থেকে এখনও পর্যন্ত আমার 31 জনকে আইসোলেট করতে পেরেছি ৷ তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷"

ডেপুটি স্বাস্থ্য আধিকারিক, নদিয়া
ডেপুটি স্বাস্থ্য আধিকারিক, নদিয়া
author img

By

Published : Mar 19, 2020, 8:53 PM IST

Updated : Mar 19, 2020, 11:21 PM IST

কৃষ্ণনগর, 19 মার্চ : কৃষ্ণনগরের শিশু রোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করাতে গিয়েছিলেন এখনও পর্যন্ত এমন 31 জনকে শনাক্ত করা গেছে ৷ প্রাথমিক রিপোর্টে জানা গেছে তিনি কোরোনা সংক্রমিত নন ৷ তাই তাঁর কাছে চিকিৎসা করাতে গেছিলেন এমন শিশু ও তাদের পরিবারের সদস্যরা সুরক্ষিত রয়েছেন ৷ আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান নদিয়ার ডেপুটি CMOH 2 অসিতকুমার দেওয়ান ৷

লন্ডন ফেরত যুবকের নমুনা কোরোনা পজেটিভ জানার পর থেকেই রাজ্যজুড়ে আতঙ্ক ছড়ায় ৷ পরে জানা যায় ওই যুবকের বাবা একজন শিশু রোগ বিশেষজ্ঞ । তিনি নদিয়ার কৃষ্ণনগরে কর্মরত ৷ তাঁর ছেলে অসুস্থ জানা সত্ত্বেও তাঁর নমুনা পরীক্ষা না করিয়ে তিনি কৃষ্ণনগরে আসেন ৷ একাধিক শিশুর চিকিৎসা করেন ৷ এই খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে কৃষ্ণনগরসহ গোটা জেলার বাসিন্দারা ৷ যদিও গতকালই চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর সোয়াবের নমুনায় কোরোনা সংক্রমণের কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ এর পাশাপাশি তাঁর গাড়িচালকসহ আরও 8 জনের নমুনা পরীক্ষা করা হয় । তাঁদের কেউ কোরোনা পজেটিভ নন ৷ এখবর পাওয়ার পর এখন কিছুটা হলেও স্বস্তিতে জেলাবাসী ।

কোরোনা আক্রান্ত যুবকের বাবার সংস্পর্শে আসা ব্য়ক্তিরা সুরক্ষিতই জানালেন নদিয়ার ডেপুটি স্বাস্থ্য আধিকারিক

এ বিষয়ে অসিতবাবু বলেন, "গতকাল পর্যন্ত ওই শিশু চিকিৎসকের সংস্পর্শে এসেছেন এমন 8জনকে পেয়েছিলাম ৷ কিন্তু কালকের পর থেকে এখনও পর্যন্ত আমার 31 জনকে আইসোলেট করতে পেরেছি ৷ তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ টেলিফোনে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ কেউ এখনও কোনও অসুবিধার কথা জানায়নি ৷ " পাশাপাশি তিনি মিডিয়াকেও ধন্যবাদ জানান যে প্রচারের কারণে মানুষের মনে আতঙ্ক অনেকটা কমেছে ৷

তিনি আরও বলেন, "আজ 19 তারিখ এখনও পর্যন্ত আমাদের জেলায় আমরা 4 জনকে সাসপেক্ট করেছিলাম ৷ দু'জনের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ আর দু'জন যাদের নমুনা সংগ্রহ করা হবে তারা জেলা হাসপাতালের আইসোলেশনে ভরতি রয়েছেন ৷ তাদের পরীক্ষা করা চলছে ৷ কনফার্ম কেস এখনও পর্যন্ত আমাদের জেলায় নেই ৷ জেলার 7টি বড় হাসপাতালে আইসোলেশন সেন্টার খোলা হয়েছে ৷ সারা জেলায় আইসোলেশনে 39 টি শয্যা রয়েছে ৷ শক্তিনগর আইসোলেশন সেন্টারে দু'জন ভরতি রয়েছেন ৷ একজন চাপড়া ও অন্যজন নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা ৷ কোয়ারেন্টাইন সেন্টার আমাদের একটাই খোলা হয়েছে ৷ রুইপুকুরে 60 শয্যার কোয়ারেন্টাই সেন্টার ৷ শান্তিপুর থেকে তিনজন রোগীকে কোয়ারেন্টাইন সেন্টারে রেফার করা হয়েছে ৷ 1162 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ টেলিফোনে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের সমস্যার কথা শোনা হচ্ছে ৷ কিন্তু এখনও পর্যন্ত কেউ কোনও সমস্যার কথা জানায়নি ৷ গেদে বর্ডারে 85 জনকে স্ক্রিনিং করা হয়েছে আজ ৷ এদিন পর্যন্ত 4379 জনকে স্ক্রিনিং করা হয়েছে ৷ ISKCON-এও আজ পাঁচজনকে স্ক্রিনিং করা হয়েছে ৷ এ নিয়ে মোট 50 জনকে স্ক্রিনিং করা হয়েছে ৷ আজ 262 জন বিদেশ থেকে জেলায় ফিরেছেন ৷ তাদের লিস্ট আমরা পেয়েছি ৷ টেলিফোনে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ সার্ভে চলছে ৷ দেখা হচ্ছে তাদের কোনও শারীরিক সমস্যা হচ্ছে কি না ৷ তবে এখনও পর্যন্ত কেউ কিছু জানায়নি ৷ বিদেশ থেকে যারা আসছে তারা যদি কোরোনা প্রভাবিত দেশগুলি থেকে আসে তাহলে তাদের হসপিটালে আইসোলেশনে রাখা হচ্ছে ৷ কিন্তু প্রভাবিত দেশগুলি থেকে আসছে না এমন যারা তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে ৷ "

কৃষ্ণনগর, 19 মার্চ : কৃষ্ণনগরের শিশু রোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করাতে গিয়েছিলেন এখনও পর্যন্ত এমন 31 জনকে শনাক্ত করা গেছে ৷ প্রাথমিক রিপোর্টে জানা গেছে তিনি কোরোনা সংক্রমিত নন ৷ তাই তাঁর কাছে চিকিৎসা করাতে গেছিলেন এমন শিশু ও তাদের পরিবারের সদস্যরা সুরক্ষিত রয়েছেন ৷ আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান নদিয়ার ডেপুটি CMOH 2 অসিতকুমার দেওয়ান ৷

লন্ডন ফেরত যুবকের নমুনা কোরোনা পজেটিভ জানার পর থেকেই রাজ্যজুড়ে আতঙ্ক ছড়ায় ৷ পরে জানা যায় ওই যুবকের বাবা একজন শিশু রোগ বিশেষজ্ঞ । তিনি নদিয়ার কৃষ্ণনগরে কর্মরত ৷ তাঁর ছেলে অসুস্থ জানা সত্ত্বেও তাঁর নমুনা পরীক্ষা না করিয়ে তিনি কৃষ্ণনগরে আসেন ৷ একাধিক শিশুর চিকিৎসা করেন ৷ এই খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে কৃষ্ণনগরসহ গোটা জেলার বাসিন্দারা ৷ যদিও গতকালই চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর সোয়াবের নমুনায় কোরোনা সংক্রমণের কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ এর পাশাপাশি তাঁর গাড়িচালকসহ আরও 8 জনের নমুনা পরীক্ষা করা হয় । তাঁদের কেউ কোরোনা পজেটিভ নন ৷ এখবর পাওয়ার পর এখন কিছুটা হলেও স্বস্তিতে জেলাবাসী ।

কোরোনা আক্রান্ত যুবকের বাবার সংস্পর্শে আসা ব্য়ক্তিরা সুরক্ষিতই জানালেন নদিয়ার ডেপুটি স্বাস্থ্য আধিকারিক

এ বিষয়ে অসিতবাবু বলেন, "গতকাল পর্যন্ত ওই শিশু চিকিৎসকের সংস্পর্শে এসেছেন এমন 8জনকে পেয়েছিলাম ৷ কিন্তু কালকের পর থেকে এখনও পর্যন্ত আমার 31 জনকে আইসোলেট করতে পেরেছি ৷ তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ টেলিফোনে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ কেউ এখনও কোনও অসুবিধার কথা জানায়নি ৷ " পাশাপাশি তিনি মিডিয়াকেও ধন্যবাদ জানান যে প্রচারের কারণে মানুষের মনে আতঙ্ক অনেকটা কমেছে ৷

তিনি আরও বলেন, "আজ 19 তারিখ এখনও পর্যন্ত আমাদের জেলায় আমরা 4 জনকে সাসপেক্ট করেছিলাম ৷ দু'জনের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ আর দু'জন যাদের নমুনা সংগ্রহ করা হবে তারা জেলা হাসপাতালের আইসোলেশনে ভরতি রয়েছেন ৷ তাদের পরীক্ষা করা চলছে ৷ কনফার্ম কেস এখনও পর্যন্ত আমাদের জেলায় নেই ৷ জেলার 7টি বড় হাসপাতালে আইসোলেশন সেন্টার খোলা হয়েছে ৷ সারা জেলায় আইসোলেশনে 39 টি শয্যা রয়েছে ৷ শক্তিনগর আইসোলেশন সেন্টারে দু'জন ভরতি রয়েছেন ৷ একজন চাপড়া ও অন্যজন নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা ৷ কোয়ারেন্টাইন সেন্টার আমাদের একটাই খোলা হয়েছে ৷ রুইপুকুরে 60 শয্যার কোয়ারেন্টাই সেন্টার ৷ শান্তিপুর থেকে তিনজন রোগীকে কোয়ারেন্টাইন সেন্টারে রেফার করা হয়েছে ৷ 1162 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ টেলিফোনে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের সমস্যার কথা শোনা হচ্ছে ৷ কিন্তু এখনও পর্যন্ত কেউ কোনও সমস্যার কথা জানায়নি ৷ গেদে বর্ডারে 85 জনকে স্ক্রিনিং করা হয়েছে আজ ৷ এদিন পর্যন্ত 4379 জনকে স্ক্রিনিং করা হয়েছে ৷ ISKCON-এও আজ পাঁচজনকে স্ক্রিনিং করা হয়েছে ৷ এ নিয়ে মোট 50 জনকে স্ক্রিনিং করা হয়েছে ৷ আজ 262 জন বিদেশ থেকে জেলায় ফিরেছেন ৷ তাদের লিস্ট আমরা পেয়েছি ৷ টেলিফোনে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ সার্ভে চলছে ৷ দেখা হচ্ছে তাদের কোনও শারীরিক সমস্যা হচ্ছে কি না ৷ তবে এখনও পর্যন্ত কেউ কিছু জানায়নি ৷ বিদেশ থেকে যারা আসছে তারা যদি কোরোনা প্রভাবিত দেশগুলি থেকে আসে তাহলে তাদের হসপিটালে আইসোলেশনে রাখা হচ্ছে ৷ কিন্তু প্রভাবিত দেশগুলি থেকে আসছে না এমন যারা তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে ৷ "

Last Updated : Mar 19, 2020, 11:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.