ETV Bharat / state

বিজেপি বিধায়কদের মুখোমুখি হওয়ার সাহস নেই রাজ্য পুলিশের, বললেন শুভেন্দু - নদিয়ার খবর

পূর্ব ঘোষিত কর্মসূচি মতো রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদারসহ সাতজন বিধায়ককে নিয়ে নদিয়ার জেলাশাসক এবং পুলিশ সুপারের অফিসে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ভোট পরবর্তী হিংসার পাশাপাশি রাজ্য প্রশাসন যেভাবে মিথ্যা মামলায় বিজেপির একাধিক নেতা ও নেত্রীদের গ্রেফতার করছে সে বিষয়ে কথা বলতে এসেছিলেন তিনি । জেলাশাসক এবং এসপির দেখা না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন ।

Suvendu adhikari
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jun 20, 2021, 1:02 AM IST

Updated : Jun 20, 2021, 1:52 AM IST

কৃষ্ণনগর, 20 জুন : বিজেপি যে অভিযোগগুলো তুলছে সেগুলো সব সত্যি বলেই এসপি (SUPERINTENDENT OF POLICE) , ডিএম (DISTRICT MAGISTRATE) সবাই জেলা ছেড়ে পালিয়েছে । বিজেপি বিধায়কের মুখোমুখি হওয়ার ক্ষমতা পুলিশের নেই । নদিয়ার জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গে দেখা না করতে পেরে ক্ষোভ উগরে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

শনিবার তিনি নদিয়ার জেলা কার্যালয়ে আসেন । জেলার বিধায়ক ও নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেন । এরপরই কর্মসূচি অনুযায়ী রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদারসহ সাতজন বিধায়ককে নিয়ে নদিয়ার জেলাশাসক এবং পুলিশ সুপারের অফিসে যান তিনি । ভোট গণনার পর থেকে যেভাবে রাজ্য বিজেপির উপর শাসক দল আক্রমণ চালিয়েছে পাশাপাশি প্রশাসন যেভাবে মিথ্যা মামলায় বিজেপির একাধিক নেতা নেত্রীদের গ্রেফতার করছে সে বিষয়ে কথা বলতে এসেছিলেন তিনি ।

বিজেপি বিধায়কদের মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই রাজ্য পুলিশের, বললেন শুভেন্দু অধিকারী

জেলাশাসক এবং এসপির দেখা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন,"যেহেতু বিজেপির প্রত্যেকটা অভিযোগ সত্য সেই কারণে তারা আগে থেকেই জেলা থেকে পালিয়েছে । একে কাপুরুষতা ছাড়া আর কী বলব ৷ এর পিছনে রয়েছে রাজ্যের শাসকদলের নির্দেশ । লকডাউন উঠে গেলে আমি নিজে হাজার হাজার কর্মী নিয়ে দেখা করতে আসব, এই গেটে দাঁড়িয়ে বলে গেলাম আমি ৷ কীভাবে গণআন্দোলন করতে হয়, মিথ্যে মামলা দেওয়া বন্ধ করতে হয়, আমি জানি ৷"

আরও পড়ুন : পিছিয়ে গেল নন্দীগ্রামে ভোট পুনর্গণনা সংক্রান্ত শুনানি

রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যে মামলা হয়েছে তার সব সার্টিফায়েড কপি নিয়ে হাইকোর্টে গিয়ে জনস্বার্থ মামলা করবেন তিনি ৷ তাঁর দাবি নির্বাচন পরবর্তী সময়ে পুলিশের ভূমিকা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে ৷ শেষে কলকাতার জলমগ্ন অবস্থার প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন,"দেখতেই তো পাচ্ছেন কলকাতায় দুয়ারে জল ৷"

কৃষ্ণনগর, 20 জুন : বিজেপি যে অভিযোগগুলো তুলছে সেগুলো সব সত্যি বলেই এসপি (SUPERINTENDENT OF POLICE) , ডিএম (DISTRICT MAGISTRATE) সবাই জেলা ছেড়ে পালিয়েছে । বিজেপি বিধায়কের মুখোমুখি হওয়ার ক্ষমতা পুলিশের নেই । নদিয়ার জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গে দেখা না করতে পেরে ক্ষোভ উগরে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

শনিবার তিনি নদিয়ার জেলা কার্যালয়ে আসেন । জেলার বিধায়ক ও নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেন । এরপরই কর্মসূচি অনুযায়ী রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদারসহ সাতজন বিধায়ককে নিয়ে নদিয়ার জেলাশাসক এবং পুলিশ সুপারের অফিসে যান তিনি । ভোট গণনার পর থেকে যেভাবে রাজ্য বিজেপির উপর শাসক দল আক্রমণ চালিয়েছে পাশাপাশি প্রশাসন যেভাবে মিথ্যা মামলায় বিজেপির একাধিক নেতা নেত্রীদের গ্রেফতার করছে সে বিষয়ে কথা বলতে এসেছিলেন তিনি ।

বিজেপি বিধায়কদের মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই রাজ্য পুলিশের, বললেন শুভেন্দু অধিকারী

জেলাশাসক এবং এসপির দেখা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন,"যেহেতু বিজেপির প্রত্যেকটা অভিযোগ সত্য সেই কারণে তারা আগে থেকেই জেলা থেকে পালিয়েছে । একে কাপুরুষতা ছাড়া আর কী বলব ৷ এর পিছনে রয়েছে রাজ্যের শাসকদলের নির্দেশ । লকডাউন উঠে গেলে আমি নিজে হাজার হাজার কর্মী নিয়ে দেখা করতে আসব, এই গেটে দাঁড়িয়ে বলে গেলাম আমি ৷ কীভাবে গণআন্দোলন করতে হয়, মিথ্যে মামলা দেওয়া বন্ধ করতে হয়, আমি জানি ৷"

আরও পড়ুন : পিছিয়ে গেল নন্দীগ্রামে ভোট পুনর্গণনা সংক্রান্ত শুনানি

রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যে মামলা হয়েছে তার সব সার্টিফায়েড কপি নিয়ে হাইকোর্টে গিয়ে জনস্বার্থ মামলা করবেন তিনি ৷ তাঁর দাবি নির্বাচন পরবর্তী সময়ে পুলিশের ভূমিকা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে ৷ শেষে কলকাতার জলমগ্ন অবস্থার প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন,"দেখতেই তো পাচ্ছেন কলকাতায় দুয়ারে জল ৷"

Last Updated : Jun 20, 2021, 1:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.