কৃষ্ণনগর, 21 মে : তৃণমূলের যুবনেতার বাড়িতে হামলা ৷ ভাঙচুর করা হয় ওই নেতার বাড়ি-দোকানে ৷ অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূলের যুব সভাপতি তন্ময় ঘোষ ওরফে দুষ্টু ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে গতরাত 8টা নাগাদ কৃষ্ণনগরের এভি স্কুল মোড় চত্বরে ৷ পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি ৷
আরও পড়ুন : ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর গাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল
পুলিশ জানিয়েছে, এভি স্কুল মোড় এলাকায় কুণাল চৌধুরি নামে তৃণমূলের এক যুবনেতার বাড়ি ৷ ভোর সাড়ে 8টা নাগাদ হঠাৎ করে তৃণমূলের কয়েকজন তাঁর বাড়িতে চড়াও হয় ৷ ভাঙচুর চালায় ৷ তবে ঘটনায় কেউ আহত হয়নি ৷ খবর দেওয়া হয় থানায় ৷ পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ৷ তদন্ত শুরু করেছে ৷
কুণালবাবুর অভিযোগ, আগ্নেয়াস্ত্র সহ কিছু ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ৷ ভাঙচুর চালানো হয় ৷ বাড়ির লোকদের শাসিয়ে যায় ৷ বিষয়টি পুলিশ ছাড়াও দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে ৷
কুণালবাবু কৃষ্ণনগর থানায় তন্ময় ও তাঁর অনুগামীদের নামে লিখিত অভিযোগ জানিয়েছেন ৷ তবে কি কারণে এই হামলা তা বুঝতে পারেননি কুণালবাবু ৷ স্থানীয় তৃণমূল নেতা অসীম সাহা এবিষয়ে বলেন, ‘‘এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল নয় ৷ ব্যক্তিগত কারণে এমন ঘটনা ঘটে থাকবে ৷ তবে আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি ৷’’