শান্তিপুর, 20 এপ্রিল : বাড়িতেই অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক যুবতীর ৷ পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী এক ব্যক্তি ওই যুবতীকে ধর্ষণ করে ৷ আর তার জেরে অসুস্থ হয়ে নির্যাতিতার মৃত্যু হয়েছে ৷ নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ঘোড়ালিয়া এলাকায় ।
পরিবারের অভিযোগ, এক সপ্তাহ আগে ঘটনাটি ঘটে ৷ লজ্জা এবং ভয়ে ওই যুবতী প্রথমে পরিবারের কাউকে কিছু জানাননি । কিন্তু গতকাল অসহ্য যন্ত্রণায় তিনি সব কথা পরিবার এবং একজন প্রতিবেশীকে জানান । বাড়িতেই আজ তাঁর মৃত্যু হয় ।
আরও পড়ুন : নকশালবাড়িতে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী এসএসবি জওয়ান
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই ওই যুবতী বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন । তার উপর শারীরিক অত্যাচার করার কারণে মেয়েটি আরও অসুস্থ হয়ে পড়েন ৷ আর তাতেই তাঁর মৃত্যু হয়েছে । ধর্ষণের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ।