শান্তিপুর, 15 ফেব্রুয়ারি : বিজেপির পতাকা ছেঁড়ার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ (BJP Worker Allegedly Attacks by TMC Goons) ৷ লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়েছে ৷ অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে দুষ্কৃতীরা ৷ তাঁর দোকানেও ভাঙচুর করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের মৌচাক কলোনিতে ৷ পাল্টা পুলিশে গেলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় ৷ পুরো ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই ব্যক্তি ৷
অভিযোগ, কয়েকজন যুবক শান্তিপুরের মৌচাক কলোনিতে বিজেপির পতাকা ছিঁড়ে তৃণমূলের পতাকা লাগাচ্ছিল ৷ তখন স্থানীয় ওই ব্যক্তি প্রতিবাদ করায় তাঁর উপরে হামলা করা হয় ৷ আচমকাই তাঁর মাথায় লোহার রড দিয়ে মারা হয় ৷ সেখানেই পড়ে যান তিনি ৷ অভিযোগ, এর পরেও থামেনি তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীরা ৷ তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুরও করা হয় এবং বাড়ির সামনের দোকানেও ভাঙচুর করে অভিযুক্তরা ৷ পুলিশে গেলে খুনের হুমকিও দেওয়া হয় ৷
আরও পড়ুন : AMC Post Poll Violence : আসানসোলে মহিলা বিজেপি কর্মীকে মারধর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
এ নিয়ে ওই এলাকার সিপিআইএম প্রার্থী সূর্য প্রামাণিক অভিযোগ করেছেন, এলাকায় তৃণমূলের তরফে সন্ত্রাসের আবহ তৈরি করা হচ্ছে (Shantipur Pre Poll Violence) ৷ আর পুরোটাই পুলিশকে সামনে রেখে স্থানীয় তৃণমূলের নেতারা এ কাজ করছেন ৷ পুলিশকে অভিযোগ করেও কোনও লাভ হয় না বলে অভিযোগ করেছেন তিনি ৷ যদিও, ওই ব্যক্তিকে মারধরে তৃণমূল জড়িত নয় বলে দাবি করেছেন ওই এলাকার তৃণমূল প্রার্থী ৷