ETV Bharat / state

People Agitates against Police : লরি চালকের কাছে বেআইনিভাবে টাকা দাবি করে বিক্ষোভের মুখে পুলিশ - shantipur police faces an unrest as they allegedly claiming money illegally

বালি বোঝাই লরির চালকের কাছ থেকে বেআইনি ভাবে টাকা দাবি করে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ (Shantipur police faces an agitation) ৷

SANTIPUR_PLICE_STRICK
বেআইনিভাবে টাকা দাবি করে বিক্ষোভের মুখে পুলিশ
author img

By

Published : Dec 21, 2021, 1:28 PM IST

Updated : Dec 21, 2021, 2:17 PM IST

শান্তিপুর, 21 ডিসেম্বর : গাড়ি পিছু দিতে হবে 200 টাকা, নয়তো থাকতে হবে 'মান্থলি' ৷ আর তাহলেই অনায়াসে নিয়ম ভেঙে নিয়ে যেতে পারবেন ওভারলোড বালি, পাথর বোঝাই করা লরি । ছাড়পত্র দেবে পুলিশই ৷ মঙ্গলবার এভাবেই টাকা তুলতে এসে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ল শান্তিপুর থানার পুলিশ (Shantipur police faces an agitation)। এমনকি এলাকা ছেড়ে চলে যেতেও একপ্রকার বাধ্য হন তাঁরা ৷

শান্তিপুর বাগআঁচড়া পঞ্চায়েতের অন্তর্গত বাগআঁচড়া থেকে ভালুকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা ছিল দীর্ঘদিন ধরে । অবশেষে নদিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কার করা হয় রাস্তাটির ৷ কিন্তু এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশের চোখের সামনেই ঘটে চলেছে ওভারলোড গাড়ি চলাচলের ঘটনা ৷ টাকা দিলেই মিলছে ছাড়পত্র ৷ মঙ্গলবার সকালে এমনই এক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ল পুলিশ ৷ খবর অনুযায়ী, স্থানীয় ইমারতি বিক্রেতা রাধেশ্যাম ঘোষের 240 সিএফটি বালি বোঝাই একটি লরিকে এদিন আটকায় পুলিশ এবং চাওয়া হয় 200 টাকা ৷ তা দিতে অস্বীকার করলে, কর্তব্যরত শান্তিপুর থানার পুলিশ চালকের কাগজপত্র কেড়ে নেয় এবং মারধর করে ।

বেআইনি ভাবে টাকা দাবি করে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ

আরও পড়ুন : ডায়মন্ডহারবারের এসডিও’র নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মেসেঞ্জারে টাকা চাওয়ার অভিযোগ

এবিষয়ে গাড়ির চালক হাবিব শেখ বলেন, "নিয়ম অনুযায়ী আন্ডার লোড 240 সিএফটি বালি পরিবহণ করার কারণে থানার মান্থলি করার প্রয়োজন বোধ করিনি । কিন্তু কোন অন্যায়ে আজ আমাকে মারধোর করা হল ৷ কাগজপত্র কেড়ে নেওয়া হল ৷" এরপর স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরেন পুলিশ গাড়িটিকে ৷ বেগতিক দেখে সেখান থেকে চলে যায় গাড়িটি ৷ স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে মিলন ঘোষ জানান, মুখ্যমন্ত্রী সমস্ত গ্রাম শহরে রাস্তাঘাটের ব্যাপক উন্নতি সাধন করেছেন, অথচ পুলিশের এ ধরনের ভূমিকায় বদনাম হচ্ছে শহরের । প্রতিদিন সকালে আট-দশটা ওভারলোডেড বালির গাড়ি স্থানীয় বাগদেবী তলা ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করে ৷ যার জেরে রাস্তার বিপুল ক্ষতি হচ্ছে ।

শান্তিপুর, 21 ডিসেম্বর : গাড়ি পিছু দিতে হবে 200 টাকা, নয়তো থাকতে হবে 'মান্থলি' ৷ আর তাহলেই অনায়াসে নিয়ম ভেঙে নিয়ে যেতে পারবেন ওভারলোড বালি, পাথর বোঝাই করা লরি । ছাড়পত্র দেবে পুলিশই ৷ মঙ্গলবার এভাবেই টাকা তুলতে এসে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ল শান্তিপুর থানার পুলিশ (Shantipur police faces an agitation)। এমনকি এলাকা ছেড়ে চলে যেতেও একপ্রকার বাধ্য হন তাঁরা ৷

শান্তিপুর বাগআঁচড়া পঞ্চায়েতের অন্তর্গত বাগআঁচড়া থেকে ভালুকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা ছিল দীর্ঘদিন ধরে । অবশেষে নদিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কার করা হয় রাস্তাটির ৷ কিন্তু এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশের চোখের সামনেই ঘটে চলেছে ওভারলোড গাড়ি চলাচলের ঘটনা ৷ টাকা দিলেই মিলছে ছাড়পত্র ৷ মঙ্গলবার সকালে এমনই এক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ল পুলিশ ৷ খবর অনুযায়ী, স্থানীয় ইমারতি বিক্রেতা রাধেশ্যাম ঘোষের 240 সিএফটি বালি বোঝাই একটি লরিকে এদিন আটকায় পুলিশ এবং চাওয়া হয় 200 টাকা ৷ তা দিতে অস্বীকার করলে, কর্তব্যরত শান্তিপুর থানার পুলিশ চালকের কাগজপত্র কেড়ে নেয় এবং মারধর করে ।

বেআইনি ভাবে টাকা দাবি করে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ

আরও পড়ুন : ডায়মন্ডহারবারের এসডিও’র নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মেসেঞ্জারে টাকা চাওয়ার অভিযোগ

এবিষয়ে গাড়ির চালক হাবিব শেখ বলেন, "নিয়ম অনুযায়ী আন্ডার লোড 240 সিএফটি বালি পরিবহণ করার কারণে থানার মান্থলি করার প্রয়োজন বোধ করিনি । কিন্তু কোন অন্যায়ে আজ আমাকে মারধোর করা হল ৷ কাগজপত্র কেড়ে নেওয়া হল ৷" এরপর স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরেন পুলিশ গাড়িটিকে ৷ বেগতিক দেখে সেখান থেকে চলে যায় গাড়িটি ৷ স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে মিলন ঘোষ জানান, মুখ্যমন্ত্রী সমস্ত গ্রাম শহরে রাস্তাঘাটের ব্যাপক উন্নতি সাধন করেছেন, অথচ পুলিশের এ ধরনের ভূমিকায় বদনাম হচ্ছে শহরের । প্রতিদিন সকালে আট-দশটা ওভারলোডেড বালির গাড়ি স্থানীয় বাগদেবী তলা ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করে ৷ যার জেরে রাস্তার বিপুল ক্ষতি হচ্ছে ।

Last Updated : Dec 21, 2021, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.