শান্তিপুর (নদিয়া), 20 এপ্রিল : শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলিকে স্যানিটাইজ় করার উদ্যোগ নিলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। । সেইমতো বাজারগুলিকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে । কোরোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ করেছে প্রশাসন । শুধুমাত্র গুরুত্বপূর্ণ স্থানগুলি ছাড়া সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে অন্যান্য জায়গা । খোলা রাখা হয়েছে সবজি ও মাছের বাজার । তাই মূলত বাজারগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে । আর এইসব বাজার যাতে জীবাণুমুক্ত থাকে সেই কারণে স্যানিটাইজ়েশনের উদ্যোগ নিলেন বিধায়ক ।
আজ নতুনহাট থেকে শুরু করে বড়বাজারসহ একাধিক গুরুত্বপূর্ণ বাজার এলাকাকে স্যানিটাইজ় করা হয় । শান্তিপুর দমকলকর্মীদের সহায়তায় এই কাজ সম্পূর্ণ হয় । বিধায়ক বলেন, " যাঁরা প্রতিদিন বাজারে আসছেন, তাঁরা যাতে সুস্থ এবং সুরক্ষিত থাকেন সেই কথা ভেবেই এই ব্যবস্থা । আজ দু'-একটি বাজার দিয়ে শুরু হল । প্রতি সপ্তাহে বাজারগুলিকে জীবাণুমুক্ত করা হবে ।"
শান্তিপুর দমকলের ইন-চার্জ শ্যামসুন্দর পণ্ডিত বলেন, " আমরা এর আগেও প্রতিটি হাসপাতালসহ সরকারি প্রতিষ্ঠানগুলিতে স্যানিটাইজ়েশনের কাজ করেছি । এদিন বিধায়কের উদ্যোগে আমরা প্রতিটি বাজারকে জীবাণুমুক্ত করার চেষ্টা করলাম ।"