ETV Bharat / state

Nadia Road Accident: পাথর-বোঝাই লরিতে ধাক্কা চারচাকার! পথ দুর্ঘটনায় সিভিক ভলান্টিয়ার-সহ মৃত 3 বন্ধু - পথ দুর্ঘটনা

ধুবুলিয়া থানার বাহাদুরপুর 34 নম্বর জাতীয় সড়কের কাছে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরিতে সজোরে ধাক্কা মারে ওই চারবন্ধুর গাড়িটি ৷ কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Nadia Road Accident
পথ দুর্ঘটনা
author img

By

Published : Aug 17, 2023, 11:53 AM IST

পথ দুর্ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার সহ মৃত্যু 3 জনের

ধুবুলিয়া (নদিয়া), 17 অগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার-সহ মৃত্যু হল তিনজনের ৷ আরও একজন আশঙ্কাজনক অবস্থায় ভরতি হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার বাহাদুরপুর এলাকায়। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে চার বন্ধু একটি চারচাকা গাড়িতে ঘুরতে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে ধুবুলিয়া থানার বাহাদুরপুর 34 নম্বর জাতীয় সড়কের কাছে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরিতে সজোরে ধাক্কা মারে চারচাকাটি।

বিকট আওয়াজ পেয়ে পথচারী এবং স্থানীয়ব বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। রক্তাক্ত অবস্থায় চারজনকেই উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। একজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকলেও তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত তিন যুবকের নাম দেবাশিস বিশ্বাস, নয়ন শর্মা এবং সৌগত কানু। মৃত সৌগত কানু মাস্টারপাড়া রোড স্টেশন শিমুলতলার বাসিন্দা। শিমুলতলা উপেন্দ্র নগরের বাসিন্দা মৃত দেবাশিস বিশ্বাস। শিমুলতলা অরবিন্দ নগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় বাসিন্দা ছিলেন মৃত নয়ন শর্মা।

আরও পড়ুন: একদিনে চিতাবাঘের হানায় মৃত 2, আতঙ্কে গৃহবন্দি গ্রামবাসীরা

নয়ন শর্মা কৃষ্ণনগর কোতোয়ালি থানায় বর্তমানে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বিজয় ভাস্কর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধুবুলিয়া থানার পুলিশ। ঘাতক গাড়ি দু'টিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রশাসনের প্রাথমিক অনুমান ওই চার যুবক গতকাল রাতে মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও ময়নাতদন্তের পর পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি দুর্ঘটনা আসল কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন বিজয় ভাস্কর বলেন, "তাঁর বাড়ি খড়গপুরে। আমি বন্ধুদের সঙ্গে দেখা করতে ধুবুলিয়ায় এসেছিলাম। তারপরেই এই দুর্ঘটনা ঘটে।"

আরও পড়ুন: ফুটবল টুর্নামেন্ট চলাকালীন গাছ ভেঙে যুবকের মৃত্যু, আহত বেশ কয়েকজন

পথ দুর্ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার সহ মৃত্যু 3 জনের

ধুবুলিয়া (নদিয়া), 17 অগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার-সহ মৃত্যু হল তিনজনের ৷ আরও একজন আশঙ্কাজনক অবস্থায় ভরতি হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার বাহাদুরপুর এলাকায়। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে চার বন্ধু একটি চারচাকা গাড়িতে ঘুরতে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে ধুবুলিয়া থানার বাহাদুরপুর 34 নম্বর জাতীয় সড়কের কাছে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরিতে সজোরে ধাক্কা মারে চারচাকাটি।

বিকট আওয়াজ পেয়ে পথচারী এবং স্থানীয়ব বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। রক্তাক্ত অবস্থায় চারজনকেই উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। একজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকলেও তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত তিন যুবকের নাম দেবাশিস বিশ্বাস, নয়ন শর্মা এবং সৌগত কানু। মৃত সৌগত কানু মাস্টারপাড়া রোড স্টেশন শিমুলতলার বাসিন্দা। শিমুলতলা উপেন্দ্র নগরের বাসিন্দা মৃত দেবাশিস বিশ্বাস। শিমুলতলা অরবিন্দ নগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় বাসিন্দা ছিলেন মৃত নয়ন শর্মা।

আরও পড়ুন: একদিনে চিতাবাঘের হানায় মৃত 2, আতঙ্কে গৃহবন্দি গ্রামবাসীরা

নয়ন শর্মা কৃষ্ণনগর কোতোয়ালি থানায় বর্তমানে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বিজয় ভাস্কর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধুবুলিয়া থানার পুলিশ। ঘাতক গাড়ি দু'টিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রশাসনের প্রাথমিক অনুমান ওই চার যুবক গতকাল রাতে মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও ময়নাতদন্তের পর পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি দুর্ঘটনা আসল কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন বিজয় ভাস্কর বলেন, "তাঁর বাড়ি খড়গপুরে। আমি বন্ধুদের সঙ্গে দেখা করতে ধুবুলিয়ায় এসেছিলাম। তারপরেই এই দুর্ঘটনা ঘটে।"

আরও পড়ুন: ফুটবল টুর্নামেন্ট চলাকালীন গাছ ভেঙে যুবকের মৃত্যু, আহত বেশ কয়েকজন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.