নবদ্বীপ (নদিয়া), 19 জানুয়ারি : আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্যের একশোর বেশি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ৷ যার মধ্যে একটি নদিয়ার নবদ্বীপ পৌরসভা ৷ সেই নির্বাচনের আগে বড়সড় ভাঙন নবদ্বীপ বিজেপিতে (Setback for Nabadwip BJP) ৷ মঙ্গলবার সন্ধ্যায় প্রায় দু’শোর বেশি বিজেপির নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন (Nabadwip TMC Joining) ৷ নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর জামতলা মোড়ে একটি জনসভা করে তৃণমূল ৷ যেখানে 21, 6, 7, 11 ও 24নং ওয়ার্ডের ওই বিজেপি নেতা-কর্মীরা তৃণমূলে যোগ দেন ৷ এই যোগদানের মঞ্চে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ৷
নবদ্বীপে দীর্ঘদিনের বিজেপি নেতা হিসেবে পরিচত নির্মল অধিকারী বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ৷ অভিযোগ করেন, বিজেপিতে কাজের লোকজন গুরুত্ব পান না ৷ সেখানে শীর্ষনেতাদের কাছের লোকদের বেশি গুরুত্ব দেওয়া হয় ৷ সেই সঙ্গে ওই বিজেপি নেতা জানান, আগামী কয়েকদিনের মধ্যে নবদ্বীপ পৌরসভার 24টি ওয়ার্ডের বহু বিজেপি নেতা ও কর্মী তৃণমূলে যোগ দেবেন ৷
আরও পড়ুন : TMC Joining : শুভেন্দু-গড়ে ফের ভাঙন, তৃণমূলে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী
তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর উন্নয়নের শরিক হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে সবাই (BJP Leader and Workers Join TMC) ৷ বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিজেপি নেতা ও কর্মীদের স্বাগত জানিয়েছেন নবদ্বীপ পৌরসভার মুখ্য প্রশাসক বিমান কৃষ্ণ সাহা ৷