ETV Bharat / state

চাল এবং বিচুলির জোগানে দুঘণ্টা খোলা থাকছে নৃসিংহপুর এবং কালনা ফেরিঘাট

নদিয়াবাসীদের জন্য চাল আসে বর্ধমানের বিভিন্ন আড়ত থেকে ৷ চালের পাশাপাশি বন্ধ রয়েছে বিচুলির জোগান ৷ বিচুলির অভাবে গরুকে খেতে দিতে পারছে না চাষিরা । চাল এবং বিচুলির দাম নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভবই হয়ে পড়েছে ৷

nadia shantipur
লক ডাউন
author img

By

Published : Apr 1, 2020, 3:15 PM IST

শান্তিপুর, 1 এপ্রিল : 21 দিনের লক ডাউন এর জেরে বন্ধ পরিবহন ব্যবস্থা ৷ বন্ধ রয়েছে ফেরিঘাটও । বাদ পড়েনি শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাট ৷ এই ফেরিঘাট নদিয়ার চাষিদের চাল এবং গরুর খাদ্য বিচুলির জোগানের একমাত্র ভরসা । নদিয়াবাসীদের জন্য চাল আসে বর্ধমানের বিভিন্ন আড়ত থেকে ৷ চালের পাশাপাশি বন্ধ রয়েছে বিচুলির জোগান ৷ বিচুলির অভাবে গরুকে খেতে দিতে পারছেন না চাষিরা । চাল এবং বিচুলির দাম নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভবই হয়ে পড়েছে ৷ মূলত এই কথাই মাথায় রেখে নদিয়ার বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের উদ্যোগে দুই জেলার শাসকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় ৷ অরিন্দমবাবুর আবেদনে সাড়া দিয়ে প্রতিদিন দু ঘণ্টার জন্য দুটি ঘাটের ফেরি ব্যবস্থাকে খুলে দেওয়া হয়েছে ৷ এই দুই ঘণ্টায় শুধুমাত্র চাল এবং বিচুলি পারাপার করা যাবে ৷

কোরোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সে কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 21 দিনের লকডাউনের কথা ঘোষণা করেছেন । যার জেরে বন্ধ হয়ে রয়েছে বিভিন্ন ফেরিঘাটগুলি । তাদের মধ্যে উল্লেখযোগ্য নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাট । ওপারে বর্ধমান জেলার অর্থাৎ কালনা ঘাট । প্রতিদিন বর্ধমান থেকে প্রচুর পরিমাণে চাল এবং বিচুলি আসে শান্তিপুরে অর্থাৎ নদিয়া জেলায় । বেশ কয়েকদিন ফেরিঘাট বন্ধ থাকায় চাল এবং বিচুলি সরবরাহ হচ্ছিল না । সেই কারণে বাজারে চালের দাম দিন দিন বেড়েই চলেছিল । এর পাশাপাশি বিচুলি সরবরাহ না হওয়ার কারণে বাজারে বিচুলি পাওয়া যাচ্ছিল না । ছিল না দামের কোনও নিয়ন্ত্রণও ৷ সেই দামে গরিব চাষিদের পক্ষে বিচুলি কেনা প্রায় সম্ভবই হচ্ছিল না ৷ ফলে চাষিরা গরুটিকে খেতে দিতে পারছিল না । এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য দুই জেলার প্রশাসনের সঙ্গে কথা বলে প্রতিদিন 2 ঘণ্টার জন্য নৃসিংহপুর ফেরিঘাট খোলার ব্যবস্থা করলেন । এই দুই ঘণ্টায় শুধুমাত্র চাল এবং বিচুলি পারাপার করা যাবে বলে আদেশ জারি করে বর্ধমান এবং নদিয়ার জেলা প্রশাসনকে ৷

nadia
দুঘণ্টার জন্য চালু হচ্ছে ফেরি ব্যবস্থা ৷ চাষিরা ব্যস্ত বিচুলি এবং খড় বোঝাই করতে ৷

বিষয়টি নিয়ে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বলেন, "লকডাউনের জেরে বাজারে চালের দাম যেমন বেড়েই চলেছিল সেইসঙ্গে বিচুলির অমিল দেখা দিচ্ছিল । " জোগান যদি ঠিক থাকে তাহলে দামটাও আটকানো যেতে পারে বলে তিনি মনে করেন । তিনি আরও জানান ," আমি দুই জেলার জেলাশাসকদের সঙ্গে কথা বলেছি ৷ প্রতিদিন দুই ঘণ্টার জন্য ফেরিঘাট খোলা থাকলে চাষিদের সুবিধা হতে পারে কথাটা জানিয়েছি ৷ সেই মত চালু হয়েছে ফেরি ব্যবস্থা । চাল এবং বিচুলির দাম নিয়ন্ত্রণের বিষয়টিকে মাথায় রেখে ব্যবসায়ীদের সঙ্গেও কথা হয়েছে ৷"

দেখুন ভিডিয়োয়

শান্তিপুর, 1 এপ্রিল : 21 দিনের লক ডাউন এর জেরে বন্ধ পরিবহন ব্যবস্থা ৷ বন্ধ রয়েছে ফেরিঘাটও । বাদ পড়েনি শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাট ৷ এই ফেরিঘাট নদিয়ার চাষিদের চাল এবং গরুর খাদ্য বিচুলির জোগানের একমাত্র ভরসা । নদিয়াবাসীদের জন্য চাল আসে বর্ধমানের বিভিন্ন আড়ত থেকে ৷ চালের পাশাপাশি বন্ধ রয়েছে বিচুলির জোগান ৷ বিচুলির অভাবে গরুকে খেতে দিতে পারছেন না চাষিরা । চাল এবং বিচুলির দাম নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভবই হয়ে পড়েছে ৷ মূলত এই কথাই মাথায় রেখে নদিয়ার বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের উদ্যোগে দুই জেলার শাসকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় ৷ অরিন্দমবাবুর আবেদনে সাড়া দিয়ে প্রতিদিন দু ঘণ্টার জন্য দুটি ঘাটের ফেরি ব্যবস্থাকে খুলে দেওয়া হয়েছে ৷ এই দুই ঘণ্টায় শুধুমাত্র চাল এবং বিচুলি পারাপার করা যাবে ৷

কোরোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সে কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 21 দিনের লকডাউনের কথা ঘোষণা করেছেন । যার জেরে বন্ধ হয়ে রয়েছে বিভিন্ন ফেরিঘাটগুলি । তাদের মধ্যে উল্লেখযোগ্য নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাট । ওপারে বর্ধমান জেলার অর্থাৎ কালনা ঘাট । প্রতিদিন বর্ধমান থেকে প্রচুর পরিমাণে চাল এবং বিচুলি আসে শান্তিপুরে অর্থাৎ নদিয়া জেলায় । বেশ কয়েকদিন ফেরিঘাট বন্ধ থাকায় চাল এবং বিচুলি সরবরাহ হচ্ছিল না । সেই কারণে বাজারে চালের দাম দিন দিন বেড়েই চলেছিল । এর পাশাপাশি বিচুলি সরবরাহ না হওয়ার কারণে বাজারে বিচুলি পাওয়া যাচ্ছিল না । ছিল না দামের কোনও নিয়ন্ত্রণও ৷ সেই দামে গরিব চাষিদের পক্ষে বিচুলি কেনা প্রায় সম্ভবই হচ্ছিল না ৷ ফলে চাষিরা গরুটিকে খেতে দিতে পারছিল না । এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য দুই জেলার প্রশাসনের সঙ্গে কথা বলে প্রতিদিন 2 ঘণ্টার জন্য নৃসিংহপুর ফেরিঘাট খোলার ব্যবস্থা করলেন । এই দুই ঘণ্টায় শুধুমাত্র চাল এবং বিচুলি পারাপার করা যাবে বলে আদেশ জারি করে বর্ধমান এবং নদিয়ার জেলা প্রশাসনকে ৷

nadia
দুঘণ্টার জন্য চালু হচ্ছে ফেরি ব্যবস্থা ৷ চাষিরা ব্যস্ত বিচুলি এবং খড় বোঝাই করতে ৷

বিষয়টি নিয়ে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বলেন, "লকডাউনের জেরে বাজারে চালের দাম যেমন বেড়েই চলেছিল সেইসঙ্গে বিচুলির অমিল দেখা দিচ্ছিল । " জোগান যদি ঠিক থাকে তাহলে দামটাও আটকানো যেতে পারে বলে তিনি মনে করেন । তিনি আরও জানান ," আমি দুই জেলার জেলাশাসকদের সঙ্গে কথা বলেছি ৷ প্রতিদিন দুই ঘণ্টার জন্য ফেরিঘাট খোলা থাকলে চাষিদের সুবিধা হতে পারে কথাটা জানিয়েছি ৷ সেই মত চালু হয়েছে ফেরি ব্যবস্থা । চাল এবং বিচুলির দাম নিয়ন্ত্রণের বিষয়টিকে মাথায় রেখে ব্যবসায়ীদের সঙ্গেও কথা হয়েছে ৷"

দেখুন ভিডিয়োয়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.