ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়িতে ডাকাতি নদিয়ার ভীমপুরে - নদীয়া

নদীয়ার ভীমপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

এভাবেই চলে লুঠতরাজ
এভাবেই চলে লুঠতরাজ
author img

By

Published : Jan 11, 2021, 9:23 AM IST

নদীয়া, 11 জানিয়ারি : নদীয়ার ভীমপুর থানার আসাননগর এলাকার এক চাষির বাড়িতে ডকাতি ৷ সোনা-রুপোর গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

গভীর রাতে কমপক্ষে চার-পাঁচ জনের একটি দল জগদীশ ঘোষের বাড়িতে হানা দেয় । দরজার তালা ভেঙে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর শুরু করে বলে অভিযোগ । এরপর আলমারি ভাঙা হয় । প্রায় আধঘণ্টা ধরে চলে তাণ্ডব । 11 ভরি সোনার গয়না, 12 ভরি রুপোর গয়না ও নগদ 3 হাজার টাকা লুট করে পালায় তারা ৷ এমনকী গৃহকর্তা জগদীশ ঘোষকে বেঁধে মারধর করা হয় ৷ পরিবারের অন্য সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে করা হয় লুটপাট ।

সদস্যের বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে যায় ভীমপুর থানার পুলিশ ৷

নদীয়া, 11 জানিয়ারি : নদীয়ার ভীমপুর থানার আসাননগর এলাকার এক চাষির বাড়িতে ডকাতি ৷ সোনা-রুপোর গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

গভীর রাতে কমপক্ষে চার-পাঁচ জনের একটি দল জগদীশ ঘোষের বাড়িতে হানা দেয় । দরজার তালা ভেঙে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর শুরু করে বলে অভিযোগ । এরপর আলমারি ভাঙা হয় । প্রায় আধঘণ্টা ধরে চলে তাণ্ডব । 11 ভরি সোনার গয়না, 12 ভরি রুপোর গয়না ও নগদ 3 হাজার টাকা লুট করে পালায় তারা ৷ এমনকী গৃহকর্তা জগদীশ ঘোষকে বেঁধে মারধর করা হয় ৷ পরিবারের অন্য সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে করা হয় লুটপাট ।

সদস্যের বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে যায় ভীমপুর থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.