রানাঘাট, 7 অগাস্ট : গায়ে দীর্ঘদিনের একটা অপরিচ্ছন্ন জামা । ছোটো একটা ওড়না জড়ানো । দেখে ভবঘুরে বললেও হয়ত ভুল হবে না । কে এই মহিলা ? তাঁর গলার সন্তোষ আনন্দের লেখা ‘শোর’ ছবির এই গান যেন তাঁর জীবনেরই বর্ণনা দিচ্ছে ৷ শুধু কি তাঁর ? যাঁরা ভাইরাল হওয়া এই গান শুনেছেন তাঁরাও হারিয়ে গেছেন অতীতে ৷ জীবনে পাওয়া আর না পাওয়ার হিসেবটা তো সবসময় মেলে না ৷ যেমন মেলে না এই মহিলার বেশভূষার সঙ্গে তাঁর গানের গলা ৷
যার গানে মাতোয়ারা আট থেকে আশি , মহিলার নাম রাণু মণ্ডল ৷ খোঁজ নিয়ে জানা যায় তাঁর বাড়ি রাণাঘাটে ৷ রাণাঘাট স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে তাঁর বাড়ি ৷ একাই থাকেন ৷ স্বামী সন্তানরা থাকেন মুম্বইতে ৷ জীবনে অনেক কিছুই হারিয়েছেন ৷ কিন্তু হারায়নি তাঁর গলার গান ৷
তাঁর আক্ষেপ, কেউ লেখাপড়া শেখায়নি, গানও শেখায়নি । একা একা ঘরে মন টেকে না । তাই হাঁটতে হাঁটতে চলে যান কিলোমিটার দূরে রানাঘাট স্টেশনে ।
ভিড়ে ঠাসা রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে তাঁর সঙ্গী শুধু গান । কেউ হাত বাড়িয়ে টাকা দিয়ে যায়, কেউ কখনও খাবার কিনে দেয় ৷ এখন তিনি রানাঘাটের সেলেব্রিটি । সকালে বিকালে তাঁর বাড়িতে এখন গুণমুগ্ধদের আনাগোনা । সব দেখে রাণু লাজুক হেসে শুধু বলছেন, ‘‘সবাই বলে, আমি ভালো গান গাই । সবাই খুশি হলে আমিও খুশি ।’’