রানাঘাট, 31 ডিসেম্বর : কামরায় ছড়িয়ে ছিটিয়ে নোংরা ৷ বাথরুমের জল গড়াচ্ছে কামরার ভেতর ৷ দুর্গন্ধে টেকা দায় ৷ রানাঘাট থেকে ওঠা মুর্শিদাবাদ-শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারের যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পরিস্থিতির মধ্যে যাতায়াত করতে হয় ৷ একে ভিড় তাই অস্বাস্থ্যকর পরিবেশ ৷ তাই আজ সকালে শিয়ালদার যাত্রীদের জন্য অন্য ট্রেন দেওয়ার দাবিতে রানাঘাট স্টেশনে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা (Rail Block in Ranaghat)৷
রানাঘাটে স্টেশনে লালগোলা প্যাসেঞ্জার ঢোকে সকাল 7:10 মিনিট । রানাঘাট ও আশপাশের এলাকায় কাজের সূত্রে কলকাতায় যাওয়া বেশিরভাগ মানুষ এই ট্রেনে যাতায়াত করেন ৷ রানাঘাট থেকে ওঠা যাত্রীদের অভিযোগ, ট্রেনটি ভীষণ নোংরা ৷ যে কারণে দুর্গন্ধ বের হয় । যে কারণে ট্রেনে ওঠা নামায় সমস্যা হয় ৷ তাঁদের দাবি, এই অস্বাস্থ্যকর পরিবেশে যাতায়াত করলে মানুষ অসুস্থ হয়ে পড়বে । এতাঁদের আরও অভিযোগ, মুর্শিদাবাদ থেকে আসা লালগোলা প্যাসেঞ্জারের যাত্রীরা কোনও নিয়ম মানেন না ৷ কারও মুখে মাস্ক থাকে না (agitation in ranaghat station) ।
আরও পড়ুন : বর্ষবরণে যাত্রীর চাপ সামলাতে তৎপর কলকাতা মেট্রো
বৃহস্পতিবার সকালেও এই অভিযোগ তুলে ট্রেন অবরোধ করেছিলেন যাত্রীরা । শেষপর্যন্ত রেল দফতরের তরফ থেকে আলাদা ট্রেন দেওয়ার প্রতিশ্রুতি দিলে গতকাল অবরোধ উঠে যায় । কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পর আজ ফের ওই একই ট্রেন দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন রানাঘাটের যাত্রীরা । সকাল 7টা থেকে টানা অবরোধ চলে । যার জেরে বন্ধ হয়ে থাকে শিয়ালদা- লালগোলা, শিয়ালদা- কৃষ্ণনগর, শিয়ালদা- শান্তিপুর শাখার ট্রেন চলাচল । ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা । বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না লিখিতভাবে ওই ট্রেনটি বদলের কথা জানাচ্ছে রেল দফতর ততক্ষণ এই বিক্ষোভ চলবে । অবশেষে ঘণ্টা চারেকের বিক্ষোভের পর রেলের উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে উঠে যায় অবরোধ ৷