কল্যাণী, 22 জানুয়ারি: মহাভারতে অর্জুন বৃহন্নলা রূপ ধরে বিরাট রাজার পুত্র কুমার উত্তরকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করেন ৷ বিরাট রাজ্যের প্রধান সম্পদ গোরুগুলিকে চুরি করে কৌরবরা নিয়ে যেতে গেলে বৃহন্নলাবেশ ধারণ করা অর্জুন তাদের যুদ্ধে পরাজিত করেন ৷ এখনও বৃহন্নলারা লড়াই করে ৷ কিন্তু সে লড়াই নিজেদের এলাকা দখলের জন্য ৷ এরকমই এক ঘটনা নদিয়ার কল্যাণীতে ৷ বৃহন্নলাদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে গভীর রাতে বোমাবাজির ঘটনা ৷ গোটা এলাকায় উত্তেজনা ৷
জঙ্গলে এলাকা দখলের জন্য় লড়াই করে হাতি থেকে অন্যান্য পশু ৷ লোকালয়েও সারমেয়কুল খাদ্যের জন্য এলাকা দখল রাখতে লড়াই করে ৷ প্রাণীকুলের এই অভ্যাস অভিযোজনের পরেও মানুষের মধ্যেও রয়ে গিয়েছে কিনা তা বিজ্ঞানীরা বলতে পারবেন ৷ তবে রাজনৈতিক দলের মধ্যেও এখন রাজ্য়ে প্রায়ই এলাকা দখলের লড়াই সংবাদ শিরোনামেও জায়গা পায় ৷ এমনকি একই দলের হয়েও দুই পরস্পর গোষ্ঠীরও লড়াই আকছার ঘটনা ৷ তবে বৃহন্নলাদের মধ্যেও যখন এলাকা দখলের লড়াই বাধে তখন তার আকস্মিকতায় চিন্তিত সাধারণ মানুষ ৷ বৃহন্নলাদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। বিবাদের জেরে গভীর রাতে বোমাবাজির অভিযোগ।ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানা এলাকায় ৷ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে থানার সামনে বিক্ষোভ এক বৃহন্নলা গোষ্ঠীর। ।
আরও পড়ুন :বিহার নির্বাচনে প্রথমবার প্রিজ়াইডিং অফিসার একজন বৃহন্নলা
সূত্রের খবর,নদিয়ার কল্যাণীতে দুই বৃহন্নলা গোষ্ঠীর মধ্যে বচসা হয় ৷ তার জেরে বৃহস্পতিবার রাতে প্রায় 12টা নাগাদ গয়েশপুর 18 নম্বর ওয়ার্ডের বিধানপল্লিতে এক বৃহন্নলা বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে। এই ঘটনার পর সকালে কল্যাণী থানার সামনে বিক্ষোভ দেখায় বৃহন্নলাদের অপর গোষ্ঠীর পক্ষ থেকে।
প্রসঙ্গত এর আগেও দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখল নিয়ে বিবাদের ঘটনা ঘটেছিল। মূলত কে কোন এলাকা কাজ করবে এবং কার দখলে থাকবে সেই নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ লেগেছিল।এর আগেও একাধিকবার জনপ্রতিনিধিরা এই বিবাদ মীমাংসা করার চেষ্টা করেন ৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতে কয়েক জন দুষ্কৃতী হঠাৎ এক বৃহন্নলার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। অভিযোগ পুলিশ সবকিছু জেনেও একপক্ষকে মদদ দিচ্ছে। এই অভিযোগ তুলে অপর গোষ্ঠী সকাল থেকেই কল্যাণী থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বৃহন্নলারা। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।