ETV Bharat / state

শান্তিপুরে CPI(M) কার্যালয়ে নেতাদের খুনের হুমকি দিয়ে পোস্টার - threatening poster at the door of party office

অভিযোগ, গতরাতে দুই নেতার নামে খুনের হুমকি দিয়ে অফিসের দরজায় পোস্টার লাগিয়ে দিয়ে যান এলাকারই কয়েকজন ৷ বেশ কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক ওই অফিস দখল করে ক্লাব করার জন্য নেতাদের হুমকি দেওয়া দিচ্ছিল বলে অভিযোগ ৷

কার্যালয়ে নেতাদের খুনের হুমকির পোস্টার, চাঞ্চল্য শান্তিপুরে
কার্যালয়ে নেতাদের খুনের হুমকির পোস্টার, চাঞ্চল্য শান্তিপুরে
author img

By

Published : Oct 15, 2020, 9:10 PM IST

শান্তিপুর, 15 অক্টোবর : CPI(M) অফিসের দরজায় দলীয় নেতাদের নামে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল ৷ অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা ৷

অভিযোগ, গতরাতে দুই নেতার নামে খুনের হুমকি দিয়ে অফিসের দরজায় পোস্টার লাগিয়ে দিয়ে যান এলাকারই কয়েকজন ৷ বেশ কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক ওই অফিস দখল করে ক্লাব করার জন্য নেতাদের হুমকি দিচ্ছিল বলে অভিযোগ ৷

পোস্টারে লেখা ছিল, "বিদ্যুৎ দত্ত ও অমল নন্দী যদি ওই পার্টি অফিসে আসেন তাহলে তাঁরা খুন হয়ে যাবেন ৷" পোস্টারটির সম্পর্কে CPI(M) নেতা সৌমেন মাহাত বলেন, "দীর্ঘদিন ধরেই এই পার্টি অফিসটি দখল করার চেষ্টা করছে কয়েকজন দুষ্কৃতী ৷ এর আগেও আমাদের পার্টির নেতাদের হুমকি দিয়েছে ৷ আমরা এর আগেও বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ৷"

তিনি আরও বলেন, "এই ঘটনার পর আমরা আরও একবার লিখিত অভিযোগ জানিয়েছি ৷ আমরা চাই যত দ্রুত সম্ভব পুলিশ তদন্ত শুরু করে দোষীদের শাস্তি দিক ৷" যদিও অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ ৷

শান্তিপুর, 15 অক্টোবর : CPI(M) অফিসের দরজায় দলীয় নেতাদের নামে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল ৷ অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা ৷

অভিযোগ, গতরাতে দুই নেতার নামে খুনের হুমকি দিয়ে অফিসের দরজায় পোস্টার লাগিয়ে দিয়ে যান এলাকারই কয়েকজন ৷ বেশ কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক ওই অফিস দখল করে ক্লাব করার জন্য নেতাদের হুমকি দিচ্ছিল বলে অভিযোগ ৷

পোস্টারে লেখা ছিল, "বিদ্যুৎ দত্ত ও অমল নন্দী যদি ওই পার্টি অফিসে আসেন তাহলে তাঁরা খুন হয়ে যাবেন ৷" পোস্টারটির সম্পর্কে CPI(M) নেতা সৌমেন মাহাত বলেন, "দীর্ঘদিন ধরেই এই পার্টি অফিসটি দখল করার চেষ্টা করছে কয়েকজন দুষ্কৃতী ৷ এর আগেও আমাদের পার্টির নেতাদের হুমকি দিয়েছে ৷ আমরা এর আগেও বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ৷"

তিনি আরও বলেন, "এই ঘটনার পর আমরা আরও একবার লিখিত অভিযোগ জানিয়েছি ৷ আমরা চাই যত দ্রুত সম্ভব পুলিশ তদন্ত শুরু করে দোষীদের শাস্তি দিক ৷" যদিও অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.